আন্তর্জাতিক ডেস্ক : অস্ত্র কেনায় বিশ্বে শীর্ষ দেশ সৌদি আরব, দ্বিতীয় ভারত।
‘কনভেনশনাল আর্মস ট্রান্সফার টু ডেভেলপিং ন্যাশনস’ শীর্ষক এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের কংগ্রেসনাল রিসার্চ সার্ভিস (সিআরএস) তাদের প্রতিবেদনে জানিয়েছে, ২০০৮ থেকে ২০১৫ সাল পর্যন্ত ৩৪ হাজার কোটি ডলারের অস্ত্র কিনেছে। একই সময়ে সৌদি আরব কিনেছে ৯৩ হাজার ৫০০ কোটি ডলারের অস্ত্র।
প্রতিরক্ষা ব্যবস্থা ঢেলে সাজানোর ওপর গুরুত্ব দিয়েছে ভারত। এ লক্ষ্যে সর্বাধুনিক প্রযুক্তির অস্ত্রের মজুত বাড়াচ্ছে দেশটি। তবে প্রথম অবস্থানে থাকা সৌদি আরব ভারতের চেয়ে প্রায় ৬০ হাজার কোটি ডলার বেশি মূল্যের অস্ত্র কিনেছে।
যুক্তরাষ্ট্রের কংগ্রেসের একটি স্বাধীন গবেষণা বাতায়ন সিআরএস। বিশ্বের অস্ত্রবাজার ও অস্ত্র কেনাবেচার ওপর বৃহৎ ধারণা নিয়ে যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতারা যাতে সিদ্ধান্ত নিতে পারেন, সে বিষয়টি মাথায় নিয়ে অনেক ইস্যুকে প্রতিবেদনে গুরুত্ব দিয়েছে সিআরএস। তবে কংগ্রেসের আনুষ্ঠানিক প্রতিবেদন হিসেবে বিবেচিত হয় না সিআরআসের প্রতিবেদন।
ভারতের অস্ত্র কেনা বাড়ানোয় লাভবান হয়েছে যুক্তরাষ্ট্র। রাশিয়া থেকে সবচেয়ে বেশি অস্ত্র কেনে ভারত। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে অস্ত্র কেনার নতুন উৎস খুঁজে নিচ্ছে দেশটি। ২০০৪ সালে ইসরায়েল, ২০০৫ সালে ফ্রান্স ও ২০০৮ সালে যুক্তরাষ্ট্রের কাছ থেকে মোটা অঙ্কের অস্ত্র ক্রয় করে ভারত।
২০১০ সালে যুক্তরাজ্য ও ইতালির কাছ থেকে প্রতিরক্ষা বাহিনীর জন্য বিমান ও হেলিকপ্টার ক্রয় করে। প্রতিরক্ষা বাহিনীর জন্য কেনা বিমান, হেলিকপ্টার ও ড্রোনও অস্ত্র হিসেবে বিবেচ্য।
তথ্যসূত্র : হিন্দুস্তান টাইমস অনলাইন।