ব্যবস্থা নেবে কি ভোক্তা অধিকার, বিএসটিআই ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ?

অস্বাস্থ্যকর পরিবেশে অনিবন্ধিত তিন প্রতিষ্ঠানের বিরুদ্ধে ক্রাইম পেট্রোলের অভিযোগ

গাজীপুর সংবাদদাতা: গাজীপুর জেলার বিভিন্ন স্থানে অস্বাস্থ্যকর পরিবেশে ও প্রয়োজনীয় নিবন্ধন ছাড়াই একাধিক ওভেন বেকারি পরিচালিত হওয়ার অভিযোগ উঠেছে। এই নিয়ে অনুসন্ধান চালিয়েছে সাপ্তাহিক ক্রাইম পেট্রোল বিডি এবং ক্রাইম পেট্রোল ইনভেস্টিগেশন এজেন্সি

অনুসন্ধানে দেখা যায়, এসব বেকারিতে ময়দা, চিনি, রং-সহ বিভিন্ন উপাদান ব্যবহার করে আবদ্ধ চুল্লিতে কেক, রুটি ও কুকিজ তৈরি ও বিক্রি করা হচ্ছে। ন্যূনতম আইনি কাগজপত্র ছাড়াই চলছে এদের কার্যক্রম।

ক্রাইম পেট্রোল ইনভেস্টিগেশন এজেন্সির সংবাদদাতা রফিকুল ইসলাম এমন একটি ওভেন বেকারির মালিকের কাছে প্রতিষ্ঠান পরিচালনার জন্য ট্রেড লাইসেন্স বা কোনো কাগজপত্রের প্রয়োজনীয়তা সম্পর্কে জানতে চাইলে মালিক ঔদ্ধত্যের সঙ্গে বলেন, “এ সকল বেকারি করতে আবার কিসের কাগজ লাগে?” মালিকের এই জবাব প্রমাণ করে যে তারা প্রচলিত আইন ও জনস্বাস্থ্যের তোয়াক্কা করছেন না।

এই ঘটনায় অনুসন্ধানী টিমের প্রশ্ন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই), বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এবং গাজীপুর সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা এসব অনিবন্ধিত ও অস্বাস্থ্যকর খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান সম্পর্কে অবগত নন, নাকি জেনেও কোনো পদক্ষেপ নিচ্ছেন না?

জনস্বার্থ রক্ষায় সাপ্তাহিক ক্রাইম পেট্রোল বিডি ও ক্রাইম পেট্রোল ইনভেস্টিগেশন এজেন্সি সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ-সহ তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে।

অভিযুক্ত প্রতিষ্ঠান ও মালিকের নাম:

  1. বঙ্গ সি ফুড প্রোডাক্টস: মালিক মোস্তফা (ঠিকানা: ৩৮/৩, হাফিজ উদ্দিন সরকার রোড, দত্তপাড়া, টঙ্গী)।
  2. গাজী বেকারি: মালিক আব্দুর রহিম (ঠিকানা: রাজাবাড়ি বাজার, রাজেন্দ্রপুর, জয়দেবপুর, গাজীপুর)।
  3. ইভা ওয়েল মিল: মালিক দেলোয়ার (ঠিকানা: কোনাবাড়ী, আমবাগ, গাজীপুর)।

যেসব দপ্তরে অভিযোগ দাখিল করা হয়েছে:

  • বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই), গাজীপুর জেলার উপ-পরিচালক বরাবর।
  • বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, গাজীপুর জেলার খাদ্য অফিসার ফারজানা ইয়াসমিন সোনিয়া বরাবর।
  • জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক বরাবর।

গত ০৯/১১/২০২৫ তারিখে এই অভিযোগগুলো দাখিল করা হয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রিসিভ কপি প্রদান করে। অভিযোগপত্রে বলা হয়েছে, অভিযান পরিচালনার সময় ক্রাইম পেট্রোল বিডি-এর একজন সংবাদদাতাকে সঙ্গে রাখার অনুমতি দেওয়া হোক।

অস্বাস্থ্যকর খাদ্য প্রস্তুতের মাধ্যমে জনস্বাস্থ্য ঝুঁকির মুখে ফেলা এই তিন প্রতিষ্ঠানের বিরুদ্ধে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বিএসটিআই এবং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এখন কী ব্যবস্থা গ্রহণ করে, সেদিকেই দৃষ্টি রয়েছে সাপ্তাহিক ক্রাইম পেট্রোল বিডি ও সচেতন মহলের।