অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন: আব্দুল্লাহপুরে আশা ফুড প্রোডাক্টসকে ১ লক্ষ টাকা জরিমানা

সংবাদদাতা: জাতীয় সাপ্তাহিক ‘ক্রাইম পেট্রোল বিডি’-এর অভিযোগের ভিত্তিতে রাজধানীর উত্তরা আব্দুল্লাহপুর এলাকার কাঁঠালতলায় অবস্থিত আশা ফুড প্রোডাক্টসের ফ্যাক্টরিতে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন এবং মোড়কে ফ্যাক্টরির সঠিক ঠিকানা উল্লেখ না করার অভিযোগে বেকারিটিকে ১ লক্ষ টাকা জরিমানা করে সতর্ক করা হয়েছে।
গত ২৩শে নভেম্বর ২০২৫ ইং, রবিবার আনুমানিক দুপুর ২:০০ ঘটিকার সময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক হাসানুজ্জামানের পরিচালনায় আশা ফুড প্রোডাক্টসে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়।
অভিযানে দেখা যায়, বেকারিটির ফ্যাক্টরির ভেতরে কড়াই ভর্তি পোড়া তেল ব্যবহার করে নিমুকপাড়া, নিমকি, চানাচুর, বাদাম, চিড়াভাজা, পাপড়সহ বিভিন্ন শিশুখাদ্য উৎপাদন করে বাজারজাত করা হচ্ছে। যা সরাসরি জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। এই অনিয়মগুলোর কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ফ্যাক্টরি মালিককে ১ লক্ষ টাকা জরিমানা ও ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়।
এলাকাবাসীর দাবি অনুযায়ী, এই আশা বেকারির মালিক আওলাদ হোসেন অসৎ উপায়ে অর্থ উপার্জন করে রাতারাতি বিপুল সম্পত্তির মালিক হয়েছেন। এলাকাবাসীর তথ্য মতে, তিনি বর্তমানে উত্তরা দিয়াবাড়িতে ফ্ল্যাট, উত্তরার মূল এলাকায় বাড়ি, ফায়দাবাদে জমি, বাড়ি এবং কারখানার মালিক হয়েছেন। দীর্ঘ আওয়ামী সরকারের আমলে দাপটের সঙ্গে ব্যবসা করে তিনি শত কোটি টাকার মালিক হয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক জনৈক এক ব্যক্তি জানান, ২০০০ সালে আশা বেকারির মালিক আওলাদ নিজেই দোকানে দোকানে অন্য একটি বেকারি, আজিজ বেকারির পণ্য সরবরাহ করতেন। এখান থেকেই ডিভেন্সি গ্রুপের সঙ্গে তার সম্পর্ক তৈরি হয়। ডিভেন্সি গ্রুপে রুটি ও কলা সরবরাহ করে কিছু টাকা উপার্জন করার পর তিনি নিজেই বেকারি স্থাপন করেন এবং তারপর তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি।
অভিযোগ রয়েছে, দীর্ঘ আওয়ামী শাসনামলে তিনি জোরপূর্বক বেকারি সমিতির সভাপতির দায়িত্বও পালন করেন এবং বিভিন্ন লোকের ওপর অহেতুক হামলা করেছেন। এলাকাবাসী আরও জানিয়েছেন, আওলাদের দাপটে এখনও স্থানীয় নিরীহ মানুষজন অসহায় জীবনযাপন করছেন।
এলাকাবাসীর উদ্বেগের আরও একটি বড় কারণ হলো, আশা বেকারির ফ্যাক্টরিটি ঘনবসতিপূর্ণ বাড়িঘরের মাঝে অবস্থিত। তাদের আশঙ্কা, যদি কখনো দুর্ঘটনাজনিত কারণে আগুন লেগে যায়, তবে বিশাল ক্ষয়ক্ষতি ও প্রাণহানির আশঙ্কা রয়েছে। এই মারাত্মক ঝুঁকি বিবেচনা করে এলাকাবাসী দ্রুতই আশা বেকারিকে এই ঘনবসতি এলাকা থেকে অন্য কোথাও স্থানান্তরিত করার দাবি জানিয়েছেন।