‘অহংকার’ এ শাকিব

বিনোদন প্রতিবেদক : শাহাদাৎ হোসেন লিটন পরিচালিত সিনেমা ‘অহংকার’। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক শাকিব খান, শবনম বুবলী ও তমা মির্জা। আজ ১২ জুন এ সিনেমাটির টিজার প্রকাশ করা হয়।

১ মিনিট ৪১ সেকেন্ডের এ টিজারে বুবলীকে একজন অহংকারী মেয়ের চরিত্রে দেখা যায়। একটি সংলাপে শাকিব খানকে উদ্দেশ্য করে বুবলী বলেন, ‘আমাকে রেপ করাতো দূরের কথা, আমাকে টাচ করতেও তোর ঘৃণা লাগে! এবার পা ম্যাসেজ কর’। এছাড়া শাকিব খানকে অন্যায়ের প্রতিবাদকারী এক যুবকের চরিত্রে দেখানো হয়েছে। সিনেমার একটি গানের এক ঝলকও দেখা গেছে টিজারে।

গত ১০ জানুয়ারি থেকে বিএফডিসিতে এ সিনেমার শুটিং শুরু হয়। শুটিং শেষ করে ইতিমধ্যেই সেন্সর ছাড়পত্র পেয়েছে সিনেমাটি। ‘অহংকার’ সিনেমার চিত্রনাট্য লিখেছেন পরিচালক শাহাদাৎ হোসেন লিটন। এতে মোট পাঁচটি গান রয়েছে। শাকিব-বুবলী-তমা ছাড়াও সিনেমাটিতে আরো অভিনয় করেছেন আফজাল শরীফ, চিকন আলী প্রমুখ।