
এইচ এম কাওসার মাদবার বরগুনা থেকে: বরগুনা অামতলীতে নির্বাহী অফিসার ও শিক্ষা অফিসারের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও অামতলীর বিভিন্ন সরকারি ও বেসরকারি স্কুলের শিক্ষকরা দেদারসে চালিয়ে যাচ্ছে কোচিং বাণিজ্য। অধিকাংশ শিক্ষক নিজের বাসায় গড়ে তুলেছে বিকল্প বাণিজ্যিক স্কুল ও প্রাইভেট সেন্টার। এতে শিক্ষার্থীদের সময় ও শ্রমের অপচয়ের পাশাপাশি অভিভাবকদের গচ্চা যাচ্ছে বড় অংকের টাকা।
গত ২১ অক্টোবর বৃহস্পতিবার প্রাইভেট টিউশনি ও কোচিং বন্ধে উপজেলা অাইসিটি ট্রেনিং এন্ড রিসোর্স ফর এ্যাডুকেশন হল রুমে প্রধান শিক্ষক ও মাদ্রাসা প্রধানদের নিয়ে এক মতবিনিময় সভা করা হয়েছে। সেখানে বলা হয় সরকারি ও এমপিওভুক্ত বেসরকারি শিক্ষকরা বিদ্যালয়ে বা নিজের বাড়িতে কোচিং বা প্রাইভেট পড়াতে পারবে না। কিন্তু সরকারি এই নির্দেশনা অমান্য করে অামতলী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বাসাবাড়িতে রমরমা হয়ে উঠেছে কোচিং বাণিজ্য। প্রকাশ্যে বাসা অথবা সেন্টারে চালু রেখেছে এই বাণিজ্য। উপজেলার অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে দেখা গেছে, শিক্ষার্থীদের প্রাইভেট পড়তে। তবে জিজ্ঞাসা করলে শিক্ষকরা দোহাই দিচ্ছে অতিরিক্ত ক্লাসের। একই দশা গ্রামের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও।
এদিকে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষক কোচিং বাণিজ্যে জড়িত থাকলে তার বিরুদ্ধে সরকারি কর্মচারী বিধিমালা ১৯৮৫ এর অধীনে অসদাচরণ হিসেবে গণ্য করে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের কথা নীতিমালায় উল্লেখ রয়েছে। তবে সেই আইনকে অমান্য করে অামতলী উপজেলা শহরের বিভিন্ন স্থানে শিক্ষকরা প্রাইভেট ও কোচিং সেন্টার নির্বিঘ্নে চালিয়ে যাচ্ছে। বিদ্যালয়ে নামমাত্র সিলেবাস শেষ করা হয়। ছুটি, পরীক্ষাসহ বিভিন্ন কারণে ঠিক মতো পাঠদান করাতে পারে না শিক্ষকরা। যে কারণে কোচিং বা প্রাইভেট সেন্টারে যেতে হচ্ছে শিক্ষার্থীদের।
এ ব্যাপারে অামতলী উপজেলা শিক্ষা অফিসার অাকমল হোসেন বলেন,
এরপরও যদি কোনো শিক্ষক কোচিং ব্যবসা খুলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।