বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা হৃতিক রোশান। সব সময়ই নিজেকে আকর্ষণীয় এবং রুচিশীল হিসেবে উপস্থাপনের চেষ্টা করেন তিনি।
সম্প্রতি একটি বিজ্ঞাপনে এভাবেই হাজির হয়েছেন হৃতিক। এতে তার সঙ্গে আছেন বলিউডের আবেদনময়ী অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ।
শারীরিকভাবে এ দুই তারকা অত্যান্ত ফিট। ২ মিনিট ৯ সেকেন্ডের এই বিজ্ঞাপনে দুজনকে অ্যাকশন করতে দেখা গেছে। তবে রোমান্সও করেছেন তারা।
সিনেমার কাজের দিক থেকে হৃতিকের পরবর্তী সিনেমা কাবিল। সিনেমাটি পরিচালনা করছেন সঞ্জয় গুপ্তা। অন্যদিকে ডেভিড ধাওয়ান পরিচালিত জড়ুয়া-টু সিনেমায় দেখা যাবে জ্যাকুলিনকে। এতে আরো অভিনয় করবেন বরুণ ধাওয়ান ও তাপসী পান্নু।
দেখুন : বিজ্ঞাপনটি