বিনোদন ডেস্ক : প্রকাশিত হয়েছে বলিউড কিং শাহরুখ খান অভিনীত এবং বহুল প্রতীক্ষিত রইস সিনেমার ট্রেইলার।
অ্যাকশন, ড্রামা, রোমান্সে ভরা এই ট্রেইলার পুরোটাই শাহরুখময়। গতকাল রাতে প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিসের ইউটিউব চ্যানেলে এই ট্রেইলার প্রকাশিত হয়েছে।
ট্রেইলারে দেখা গেছে- রইস সিনেমার প্রেক্ষাপট আশির দশকের গুজরাট। এতে শাহরুখকে কখনো আনন্দিত আবার কখনো রাগান্বিত অবস্থায় দেখা যায়। এছাড়া মাহিরার সঙ্গে রোমান্টিক দৃশ্যেও দেখা গেছে তাকে।
সিনেমার একটি আইটেম গানে দেখা যাবে বলিউড সেনসেশন সানি লিওনকে। ট্রেইলারে তার ঝলকও দেখা গেছে। ‘লায়লা ও লায়লা’ গানের ব্যাকগ্রাউন্ড মিউজিকের তালে কোমর দোলাতে দেখা গেছে এই অভিনেত্রীকে।
রাহুল দোলাকিয়া পরিচালিত রইস সিনেমায় অভিনয় করেছেন শাহরুখ খান, মাহিরা খান, নওয়াজউদ্দিন সিদ্দীকিসহ অনেকে। সিনেমাটি প্রযোজনা করছেন রিতেশ সিদ্ধানি, ফারহান আখতার এবং গৌড়ি খান। আগামী ২৫ জানুয়ারি মুক্তি পাবে সিনেমাটি। একইদিনে মুক্তি পাবে হৃতিক রোশান অভিনীত সিনেমা কাবিল।
দেখুন : রইস সিনেমার ট্রেইলার