বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী কাজল দেবগন। অনেক জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন তিনি।
রোমান্টিক ঘরানার সিনেমাতে দর্শক তাকে দেখে অভ্যস্থ। কিন্তু এই অভিনেত্রী এবার অ্যাকশন ঘরানার সিনেমায় অভিনয় করার ইচ্ছে প্রকাশ করেছেন বলে ভারতীয় একটি সংবাদমাধ্যম খবর প্রকাশ করেছে।
এ প্রসঙ্গে কাজল দেবগন বলেন, ‘অ্যাকশন ফিল্ম করার প্রচণ্ড ইচ্ছে। যদিও বিষয়টি অনেক কঠিন। কিন্তু জীবনে সব ধরনের অভিজ্ঞতা থাকা প্রয়োজন। অবশ্য আমি একটু অলস! তবুও একবার হলেও অ্যাকশনধর্মী সিনেমায় অভিনয় করবই।’
তবে অ্যাকশন ঘরানার কোনো সিনেমায় অভিনয়ের বিষয় চূড়ান্ত হয়েছে কিনা তা জানায়নি কাজল। সম্প্রতি মারাঠি ভাষার একটি সিনেমায় কাজলের অভিনয়ের বিষয়ে কথা চলছে বলে জানা গেছে।
রোহিত শেঠি পরিচালিত ‘দিলওয়ালে’ সিনেমায় সর্বশেষ অভিনয় করেন কাজল। এতে শাহরুখ খানের বিপরীতে অভিনয় করেন এই অভিনেত্রী। দীর্ঘ বিরতির পর এই সিনেমার মাধ্যমে অভিনয়ে ফিরেন কাজল। অনেক ভেবে চিন্তে এ সিনেমায় কাজ করার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। যদিও সিনেমাটি ততটা প্রশংসিত হয়নি।