বিনোদন ডেস্ক :
জনপ্রিয় হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলিকে ৪ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করেছে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)।
বিচ্ছেদ এবং বিমানে সন্তানকে ব্যাড পিটের মারধরের একটি ঘটনা সম্পর্কে জোলিকে প্রশ্ন করা হয়েছে বলে জানা গেছে।
প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, ব্র্যাড পিট মাতাল অবস্থায় গত ১৪ সেপ্টেম্বর তাদের ছেলে ম্যাডক্সকে (১৫) গালিগালাজ করেন এবং গায়ে হাতও তোলেন। এর পরই ব্র্যাডের কাছ থেকে বিচ্ছেদ চেয়ে আদালতে আবেদন করেন জোলি। অজ্ঞাত একজন বিষয়টি নিয়ে অভিযোগ করলেও এফবিআই বিষয়টি তদন্ত করছেন কারণ ঘটনাটি ঘটেছে বিমানে।
এ প্রসঙ্গে ইউএসম্যাগাজিনকে একটি সূত্র বলেন, ‘এজেন্টরা বিমান উত্তোলন থেকে অবতরণ করা পর্যন্ত কী হয়েছিল তা উদঘাটন করতে চাইছেন। আর অ্যাঞ্জেলিনা জোলি এ বিষয়ে সম্পূর্ণ সহযোগিতা করছেন।’
তিনি আরো জানান, ‘এফবিআই আরো কয়েক সপ্তাহ বিষয়টি তদন্ত করবে। এরপর তারা বিষয়টি প্রসিকিউটারের কাছে হস্তারণ করবে। তিনি নির্ধারণ করবেন এ বিষয়ে কোনো মামলা হবে কি না।’
যদিও জোলি এবং ব্র্যাড বিষয়টি নিয়ে আদালতে যেতে চাইছেন না জানিয়ে সূত্রটি বলেন, ‘কোনো পক্ষই আদালতে যেতে চাইছেন না কারণ এফবিআই এবং ডিসিএফএস’র (ডিপার্টমেন্ট অব চিলড্রেন অ্যান্ড ফ্যামিলি সার্ভিস) তদন্তের সবকিছু স্বাভাবিকভাবেই সবাই জানতে পারবে যা পরিবারের জন্য মোটেও ভালো হবে না।’
‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির ছয় সন্তান- ম্যাডক্স (১৫), প্যাক্স (১২), জাহারা (১১), শিলোহ (১০), নক্স (৮), ভিভিয়েন (৮)। এরমধ্যে প্রথম তিন সন্তানকে দত্তক নিয়েছিলেন এ জুটি। বর্তমানে সন্তানদের দেখভালের দায়িত্ব জোলির। তবে ব্র্যাড ইচ্ছে করলেই সন্তানদের সঙ্গে দেখা করতে পারবেন।
২০০৪ সালে মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ সিনেমার শুটিং সেটে বন্ধুত্ব হয় ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলির। তখন জেনিফার অ্যানিস্টনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ ছিলেন পিট। ২০০৫ সালে পিট-অ্যানিস্টনের বিবাহ বিচ্ছেদ হয়। পরবর্তীতে পিট-জোলির মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। দীর্ঘ দশ বছর একসঙ্গে থাকার পর ২০১৪ সালে আগস্টে বিয়ে করেছিলেন পিট-জোলি।