ক্রীড়া প্রতিবেদক : দারুণ এক কীর্তি গড়লেন ইংল্যান্ডের উইকেটকিপার-ব্যাটসম্যান জনি বেয়ারস্টো।
টেস্ট ইতিহাসের মাত্র দ্বিতীয় উইকেটকিপার হিসেবে এক পঞ্জিকাবর্ষে এক হাজার রান করলেন তিনি।
চলতি বছর ৯৯২ রান নিয়ে বৃহস্পতিবার চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ব্যাট করতে নামেন বেয়ারস্টো।
ইনিংসের ৪৩তম ওভারে সাকিবের পরপর দুই বলে দুই চার মেরে ১০০০ রান পূর্ণ করেন ইংলিশ উইকেটকিপার-ব্যাটসম্যান।
এর আগে ২০০০ সালে ৯ টেস্টে ১০৪৫ রান করেছিলেন জিম্বাবুয়ের প্রাক্তন উইকেটকিপার-ব্যাটসম্যান অ্যান্ডি ফ্লাওয়ার।
এক পঞ্জিকাবর্ষে উইকেটকিপারের সর্বোচ্চ রান
খেলোয়াড় ম্যাচ রান গড় সর্বোচ্চ সেঞ্চুরি/ফিফটি সাল
অ্যান্ডি ফ্লাওয়ার ৯ ১০৪৫ ৮০.৩৮ ২৩২* ৩/৫ ২০১০
জনি বেয়ারস্টো ১১* ১০১৮ ৭৮.৩০ ১৬৭* ৩/৪ ২০১৬
এবি ডি ভিলিয়ার্স ৯ ৯৩৩ ৭৭.৭৫ ১৬৪ ৪/৫ ২০১৩
অ্যান্ডি ফ্লাওয়ার ৯ ৮৯৯ ৮৯.৯০ ১৯৯* ৩/৪ ২০০১
কুমার সাঙ্গাকারা ১২ ৮৯১ ৫৫.৬৮ ১৪০ ৩/৪ ২০০১
অ্যাডাম গিলক্রিস্ট ১৪ ৮৭০ ৫১.১৭ ১৫২ ৩/৪ ২০০১