অ্যামব্রয়ডারি কারখানায় অগ্নিকাণ্ডে দগ্ধ হওয়া তিন শ্রমিকের একজন মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কাজী পাড়ার একটি অ্যামব্রয়ডারি কারখানায় অগ্নিকাণ্ডে দগ্ধ হওয়া তিন শ্রমিকের একজন মারা গেছেন।

শনিবার বিকেল ৪টায় মাসুম (১৭) নামের ওই শ্রমিক ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া বিষয়টি জানিয়েছেন।

মাসুমের বাবার নাম আবু তাহের। তাদের বাড়ি ভোলার বোরহান উদ্দীন উপজেলায়। দু্ই ভাই ও এক বোনের মধ্যে তিনি দ্বিতীয়।

ঢামেকের বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল জানান, মাসুমের শ্বাসনালীসহ শরীরের ৮০ শতাংশ দগ্ধ হয়েছিল।

গত শুক্রবার রাত আনুমানিক ৩টায় পূর্ব কাজীপাড়ার ১৩/১ নম্বর বাসায় ওই কারখানায় অগ্নিকাণ্ড ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে গিয়ে দুজনকে সুস্থ এবং তিনজনকে দগ্ধ অবস্থায় উদ্ধার করেন। ভোর ৪টা নাগাদ আগুন নেভানো হয়। ভোর ৪টায় বার্ন ইউনিটে দগ্ধ তিন শ্রমিককে ভর্তি করা হয়।

অপর দুই দগ্ধ শ্রমিক হলেন- মাইনুদ্দিন (২১) ও আলামিন (১৯)। তাদের শরীরের ৭০ ও ৮০ শতাংশ দগ্ধ হয়েছে। এ দুজনের শ্বাসনালী দগ্ধ হয়েছে বলে সকালে সাংবাদিকদের জানিয়েছিলেন পার্থ শংকর পাল।