অ্যামি অ্যাওয়ার্ডের মনোনয়নে থাকছে না ‘গেম অব থ্রোনস’

বিনোদন ডেস্ক : ঘোষণা করা হয়েছে ৬৯তম অ্যামি অ্যাওয়ার্ডের মনোনয়ন। নর্থ হলিউডের সাবান মিডিয়া সেন্টারের টেলিভিশন অ্যাকাডেমিস উলফ থিয়েটারে মনোনয়ন ঘোষণা করেন অভিনেত্রী অ্যানা ক্লামস্কি, শেমার মুর এবং টেলিভিশন অ্যাকাডেমির সিইও হায়মা ওয়াশিংটন।

এইবিও চ্যানেলের ‘ওয়েস্টওয়ার্ল্ড’ এবং এনবিসি চ্যানেলের ‘সাটারডে নাইট লাইভ’ মনোনয়নে এগিয়ে রয়েছে। দুটি অনুষ্ঠানই পেয়েছে ২২টি করে মনোয়ন।

গত বছর ১২টি পুরস্কার জিতেছিল জনপ্রিয় টিভি সিরিজ ‘গেম অব থ্রোনস’। তবে এ বছর কোনো মনোনয়ন পায়নি অ্যামিতে রেকর্ড সৃষ্টিকারী সিরিজটি। ময়োনয়নের জন্য বিচারের নির্ধারিত সময়ের মধ্যে প্রচারিত না হওয়ায় তালিকা থেকে বাদ পড়েছে এটি।

আগামী ১৭ সেপ্টেম্বর লস অ্যাঞ্জেলেসের মাইক্রোসফট থিয়েটারে ঘোষণা করা হবে চূড়ান্ত বিজয়ীদের নাম। অ্যামি অ্যাওয়ার্ডের এবারের আসর সঞ্চালনা করবেন স্টেফেন কলবার্ট।

এবারের অ্যামি মনোনয়নপ্রাপ্তদের মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য বিভাগের তালিকা নিচে দেয়া হলো:

ড্রামা সিরিজ : বেটার কল সাউল (এএমসি), দ্য ক্রাউন (নেটফ্লিক্স), দ্য হ্যান্ডমেইডস টেল (হুলু), হাউস অব কার্ডস (নেটফ্লিক্স), স্ট্র্যাঞ্জার থিংস (নেটফ্লিক্স), দিস ইজ আস (এনবিসি), ওয়েস্টওয়ার্ল্ড (এইচবিও)।

কমেডি সিরিজ : অ্যাটলান্টা (এফএক্স), ব্ল্যাক-ইশ (এবিসি),
মাস্টার অব নান (নেটফ্লিক্স), মডার্ণ ফ্যামিলি (এবিসি), সিলিকন ভ্যালি (এইচবিও), আনব্রেকেবল কিমি স্মিডট (নেটফ্লিক্স), ভীপ (এইচবিও)।

ড্রামা অভিনেত্রী : ভায়োলা ডেভিস (হাউ টু গেট অ্যাওয়ে উইথ মার্ডার), ক্লেইরে ফয় (দ্য ক্রাউন), এলিজাবেথ মস (দ্য হ্যান্ডমেইডস টেল), কেরি রাসেল (দ্য আমেরিকান্স), এভান রাচেল উড (ওয়েস্টওয়ার্ল্ড), রবিন রাইট (হাউস অব কার্ডস)।

ড্রামা অভিনেতা : স্টার্লিং কে ব্রাউন (দিস ইজ আস), অ্যান্থনি হপকিন্স (ওয়েস্টওয়ার্ল্ড), বব বব ওয়েডনকির্ক (বেটার কল সাউল), ম্যাথিউ রাইস (দ্য আমেরিকান্স), লিয়েভ স্রিবের (রে ডনোভান), কেভিন স্প্যাসে (হাউস অব কার্ডস), মিলো ভেনটিমিগলিয়া (দিস ইজ আস)।

কমেডি অভিনেতা : অ্যান্থনি অ্যান্ডারসন (ব্ল্যাক-ইশ), আজিজ আনসারি (মাস্টার অব নান), জাচ গ্যালিফিয়ানাকিস (বাস্কেটস), ডোনাল্ড গ্লোভার (অ্যাটলান্টা), উইলিয়া এইচ. ম্যাসি (শেমলেস), জেফ্রে ট্যামবোর (ট্রান্সপারেন্ট)।

কমেডি অভিনেত্রী : পামেলা অ্যাডলন (বেটার থিংস), ট্রেসি এলিস রোজ (ব্ল্যাক-ইশ), জেন ফন্ডা (গ্রেস অ্যান্ড ফ্র্যান্কি), লিলি টমলিন (গ্রেস অ্যান্ড ফ্র্যান্কি), অ্যালিসন জ্যানি (মম),
এলি কেমপার (আনব্রেকেবল কিমি স্মিডট), জুলিয়া লুইস-ড্রেফাস (ভীপ)।

লিমিটেড সিরিজ : বিগ লিটল লাইস (এইচবিও), ফার্গো (এফএক্স), ফেউড : বেটে অ্যান্ড জোয়ান (এফএক্স), দ্য নাইট অব (এইচবিও), জিনিয়াস (ন্যাশনাল জিওগ্রাফিক)।

লিমিটেড সিরিজ অভিনেতা : রিজ আহমেদ (দ্য নাইট অব),
বেনেডিক্ট কাম্বারব্যাচ (শার্লক : দ্য লায়িং ডিটেকটিভ),
রবার্ট ডি নিরো (দ্য উইজার্ড অব লাইস), এউয়ান ম্যাকগ্রেগর (ফার্গো), জিওফ্রে রাস (জিনিয়াস), জন টার্টুরো (দ্য নাইট অব)।

লিমিটেড সিরিজ অভিনেত্রী : ক্যারি কুন (ফার্গো), ফেলিসিটি হাফম্যান (আমেরিকান ক্রাইম), নিকোল কিডম্যান (বিগ লিটল লাইস), জেসিকা ল্যাং (ফেউড), সুসান সারানডন (ফেউড),
রীজ উইদারস্পুন (বিগ লিটল লাইস)।

কমেডি সিরিজ পরিচালক : ডোনাল্ড গ্লোভার (অ্যাটলান্টা), জ্যামি ব্যবিট (সিলিকন ভ্যালি), মাইক জাজ (সিলিকন ভ্যালি), মর্গান সাকেট (ভীপ), ডেভিড ম্যান্ডেল (ভীপ), ডেল স্ট্রেন (ভীপ)।

ড্রামা সিরিজ পরিচালক : ভিন্স গিলিগান (বেটার কল সাউল), স্টেফেন ডালড্রাই (দ্য ক্রাউন), রীড মোরানো (দ্য হ্যান্ডমেইডস টেল), কেট ডেনিস (দ্য হ্যান্ডমেইডস টেল), লেসলি লিনকা গ্লেটার (হোমল্যান্ড), দ্য ডাফার ব্রাদার্স (স্ট্রেঞ্জার থিংস)
জোনাথান নোলান (ওয়েস্টওয়ার্ল্ড)।

লিমিটেড সিরিজ, সিনেমা অথবা ড্রামাটিক স্পেশাল পরিচালক : জেন মার্ক ভ্যালে (বিগ লিটল লাইস), নোয়াহ হাউলি (ফার্গো),
রায়ান মার্ফি ( ফেউড : বেটে অ্যান্ড জোয়ান), রন হাউয়ার্ড (জিনিয়াস), জেমস মার্শ (দ্য নাইট অব), স্টেভ জাইলিয়ান (দ্য নাইট অব)।