অ্যাম্বুলেন্স পেল দেশের ১৪টি হাসপাতাল

সচিবালয় প্রতিবেদক : রোগীর সেবার জন্য দেশের ১৪টি হাসপাতালে অ্যাম্বুলেন্স দিল সরকার।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালসহ দেশের প্রত্যন্ত উপজেলার আরো ১৩টি হাসপাতালে দেওয়া হয় এসব অ্যাম্বুলেন্স।

সোমবার দুপুরে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে হাসপাতালের প্রতিনিধিদের কাছে এসব গাড়ির চাবি হস্তান্তর করেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকার জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। যাতে একজন মানুষও স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত না হয়।

তিনি চিকিৎসকদের নিষ্ঠার সঙ্গে জনগণকে সাস্থ্যসেবা দেওয়ার আহ্বান জানান।

এ সময় স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন।