বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ

অ্যাসাইনমেন্ট দিতে এসে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া

রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজে আসাইনমেন্ট জমা দেওয়াকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

রোববার (২২ আগস্ট) বিকেলের দিকে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের সামনে এ ঘটনা ঘটেছে বলে বনানী থানার উপ-পরিদর্শক শামসুল হক সংবাদমাধ্যমকে এ নিশ্চিত করেন।

তিনি বলেন, প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আজ (রোববার) বিকেলের দিকে তাদের পূর্বনির্ধারিত অ্যাসাইনমেন্ট জমা দিতে আসে। পরে অ্যাসাইনমেন্ট শিট জমা দেওয়াকে কেন্দ্র করে তাদের মধ্যে সংঘর্ষ বাধে। এক পর্যায়ে তাদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ ঘটনায় কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। পরে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়।

তিনি আরও বলেন, এ ঘটনায় থানায় এখনও লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অ্যাসাইনমেন্ট শিট জমা দেওয়াকে কেন্দ্র করে মারামারি হওয়ার প্রাথমিক তথ্য পাওয়া গেলেও বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।

সংঘর্ষের রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ বলেও জানান তিনি।