আইএসের অনুমতির বিষয়ে তথ্য নেই

নিজস্ব প্রতিবেদক: গুলশানে হলি আর্টিজান হামলার আগে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) কাছ থেকে তামিম চৌধুরী অনুমতি নিয়েছিলেন কি না, সে বিষয়ে কোনো তথ্য গোয়েন্দাদের কাছে নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার আছাদুজ্জামান মিয়া।

শনিবার দুপুরে ডিএমপির সদর দপ্তরে এক অনুষ্ঠানে  সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

সম্প্রতি আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স একটি প্রতিবেদনে জানিয়েছে, গত ১ জুলাই হলি আর্টিজানে হামলার আগে আইএসের কাছ থেকে অনুমতি নিয়েছিলেন ওই হামলার সন্দেহভাজন পরিকল্পনাকারী তামিম চৌধুরী। আইএসও এই হামলার অনুমতি দিয়েছিল। গুলশান হামলায় আইএসের বিশেষ ভূমিকা ছিল, তার তথ্য-প্রমাণ পাওয়া গেছে।

তাদের দাবি, হামলার আগে তাদের মাঝে যোগাযোগের এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ পুলিশের জ্যেষ্ঠ এক কর্মকর্তা। সেই কর্মকর্তা জানান, বিদেশি নাগরিকদের হামলার লক্ষ্যবস্তুতে পরিণত করতে তামিম চৌধুরী জঙ্গিগোষ্ঠীর সদস্য আবু তারেক মোহাম্মদ তাজউদ্দিন কাউসারের সঙ্গে যোগাযোগ করেছিলেন।

এ বিষয়ে জানতে চাইলে কমিশনার বলেন, আইএসের সঙ্গে তামিম চৌধুরীর যোগাযোগ বা হামলার আগে তাদের কাছ থেকে অনুমতি দেওয়ার বিষয়ে আমাদের ‘ইন্টিলিজেন্সদের’ কাছে কোনো তথ্য নেই।

তিনি বলেন, জঙ্গিবাদ নির্মূলে আমাদের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিট (সিটিটিসি) কাজ করছে। ভবিষ্যতে দেশের মানুষের নিরাপত্তার স্বার্থে তারা কাজ করে যাবে।

তিনি আরো বলেন, গুলশান হামলার পর থেকে পুলিশের সক্ষমতা অনেক বেড়েছে। আমরা এখন যেকোনো ধরনের হামলা মোকাবিলায় সক্ষম।

এক প্রশ্নের জবাবে কমিশনার বলেন, জঙ্গি সংগঠন নব্য জেএমবির অনেক নেতা বিভিন্ন অভিযানে মারা গেছেন। অনেকে পলাতক রয়েছেন। এদের মধ্যে মারজান, বাশার, রাজিবসহ পলাতকদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

গত ১ জুলাই হলি আর্টিজানে জঙ্গিদের হামলায় ২২ জন নিহত হন। তাদের বেশির ভাগই বিদেশি নাগরিক। হামলার পর থেকে পুলিশ দাবি করছিল হামলার মাস্টারমাইন্ড তামিম চৌধুরী। তিনি নব্য জেএমবির শীর্ষ নেতা।  গত ২৭ আগস্ট নারায়ণগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে নিহত হন তামিম।