আইএস যোগ দেওয়ায় ১৬ তুর্কি নারীকে মৃত্যুদণ্ড দিয়েছে ইরাক

আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যের চরমপন্থি গোষ্ঠী ইসলামিক স্টেটে (আইএস) যোগ দেওয়ায় ১৬ তুর্কি নারীকে মৃত্যুদণ্ড দিয়েছে ইরাক। রোববার দেশটির বিচারবিভাগের মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।

গত বছরের আগস্ট থেকে আইএসকে ইরাকের বিভিন্ন অবস্থান থেকে উচ্ছেদের পর শতাধিক নারীকে তাদের শিশু সন্তানসহ আটক করেছে বাগদাদের সেনারা। এসব নারী ও শিশু আইএস যোদ্ধাদের ফেলে যাওয়া স্ত্রী-সন্তান।

বিচারক আব্দুল সাত্তার আল বিরকদার রায়ে বলেছেন, ‘এটা প্রমাণিত হয়েছে যে, তারা (বন্দী নারীরা) সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের (আইএস) সঙ্গে সংশ্লিষ্ট এবং স্বীকার করেছে তারা দায়েশ যোদ্ধাদের বিয়ে করেছে অথবা গোষ্ঠটিকে আনুসাঙ্গিক সহায়তা অথবা সন্ত্রাসী হামলা চালাতে সাহায্য করেছে।’

মৃত্যুদণ্ডপ্রাপ্ত এসব নারী চাইলে উচ্চ আদালতে আপিল করতে পারবেন বলেও জানিয়েছে আদালত।

২০১৪ সালে আইএসের উত্থানের পর হাজার হাজার বিদেশি গোষ্ঠীটির সঙ্গে যোগ দিতে সিরিয়ায় যায়। সন্ত্রাসী গোষ্ঠীটির সঙ্গে যোগ দিতে অনেক বিদেশি নারী স্বেচ্ছায় কিংবা প্ররোচিত হয়ে সিরিয়ায় গিয়েছিলেন। ইরাকের উত্তরের শহর তাল আফারে আইএস পরাজিত হওয়ার পর কুর্দি পেশমারগা বাহিনীর হাতে আত্মসমর্পণ করেছিল ১ হাজার ৩০০ এর বেশি নারী ও শিশু।