আন্তর্জাতিক ডেস্ক :
ইরাকের মসুলের পশ্চিমে তাল আফার শহর থেকে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) হটাতে যুদ্ধ ঘোষণা করেছে ইরাকি শিয়া যোদ্ধাদের একটি ইউনিট।
হাশিদ শাবি নামে শিয়াদের এই যোদ্ধা ইউনিট জানিয়েছে, তাল আফার থেকে শিয়াদের হটিয়ে সিরিয়া থেকে মসুলে রসদ সরবরাহের পথ বন্ধ করাই তাদের উদ্দেশ্য।
২০১৪ সালে আইএসের দখলে যাওয়ার আগে তাল আফারে শিয়াদের সংখ্যাগরিষ্ঠতা ছিল। মসুল সুন্নি শহর। এ শহরে প্রবেশ করতে চায় না শিয়া মিলিশিয়ারা।
বিবিসি অনলাইনের এক খবরে শনিবার এ তথ্য জানানো হয়েছে।
মসুল শহর আইএস মুক্ত করতে গত সপ্তাহে ব্যাপক অভিযান শুরু করেছে ইরাকি বাহিনী। ইরাকি, কুর্দি ও তাদের সহযোগী গোষ্ঠীগুলো মসুলে আইএসের বিরুদ্ধে যুদ্ধ করছে। ইরাকে আইএসের কথিত রাজধানী মসুল। এখান থেকে ইরাকে কার্যক্রম পরিচালনা করে আইএস।
হাশিদ সাবি ইউনিটের মুখপাত্র আহমেদ আল-আসাদি জানিয়েছেন, মসুল ও রাকার মধ্যে সরবরাহ বন্ধের জন্য কাজ করছে তারা। তা ছাড়া তারা তাল আফার দখল মুক্ত করতে চায়। মসুলে প্রায় ১৫ লাখ মানুষ আটকা পড়ে আছে। জাতিসংঘ হুঁশিয়ার করে বলেছে, এসব মানুষকে ঢাল হিসেবে ব্যবহার করছে জঙ্গিরা।
আইএসের বিরুদ্ধে যুদ্ধ করার আগে শিয়া মিলিশিয়াদের বিরুদ্ধে সুন্নি বেসামকির নাগরিক হত্যার অভিযোগ ছিল।