আইকন এডুকেশনের আন্তরালে আশরাফুল গংরা জাল ভিসা তৈরী ব্যবসা

এইচ এম আমান; এফ আর কেঃ- খোদ ঢাকা শহরে প্রশাসনের নাকের ডগায় তৈরী হচ্ছে ভাল ভিষা। পুরানা পল্টন আলরাজী কমপ্লেক্স এর ১২ তলায় আইকন এডুকেশনের নামে আশরাফুল ইসলাম গং জাল ভিসা তৈরী করে নিরীহ অসহায় মানুুষের নিকট থেকে ইতি মধ্যে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। জাল ভিসা চক্রে রয়েছে আশরাফুল ইসলাম, সোহাগ, লিটন, আশিকুর গং। এদের সকলের স্থায়ী ঠিকানা ঝিনাইদহ জেলাধীন কালীগঞ্জ থানা এলাকায়। এ চক্রের যশোহর, ময়মনসিংহ, সিলেটে শাখা অফিস আছে। কিছুদিন পূর্বে জাল ভিসা পাসর্পোট লাগিয়ে সিলেট থেকে ৯ (নয়) লক্ষ টাকা হাতিয়ে নেয় এই চক্রটি। পরবর্তীতে আরও ৫ (লক্ষ) টাকা আনতে গিয়ে সিলেটে ধরা পড়ে এবং মাত্র কয়েক দিন জেল হাজতে থেকে জামিনে বেরিয়ে এসে পুনরায় পূর্বের ব্যবসা শুরু করে সিলেটে জাল চক্রের হোতা আশরাফুল গ্রেফতার হলেও বাকিরা থেকে যায় ধরা ছোয়ার বাইরে। সিলেট ওসমানি নগর থানার মামলা নম্বর-১, ধারা- ৪০৬,৪২০,৪৬৫ বিপিসি তাং-০১/০৩/২০১৭ইং সুত্র জানায় জাল জালিয়াত চক্র আশরাফুল ইসলাম গং বর্তমানে রামপুরা হাতিরঝিল এলাকায় বাসা ভাড়া নিয়ে ব্যবসা করছে সুত্র মতে আশরাফুলের নিকট আত্মীয়রা প্রশাসনে অর্থাৎ পুলিশ বিভাগে চাকুরী করার সুবাদে জাল জালিয়াত চক্র তাদের পরিচয় ব্যবহার করে বেশ দাপটের সাথে ব্যবসা চালিয়ে আসছে। উল্লেখ্য ব্যাপারে সংশ্লিষ্ট প্রসাশনের জরুরী দৃষ্টি দেওয়ার প্রয়োজন বলে মনে করেন ভুক্ত ভোগীরা। এখানে উল্লেখ্য আশরাফুল গ্রেফতার হওয়ার পূর্বে স্থানীয়রা তাকে সিলেটে আটকে রাখে। আটক থাকা অবস্থায় পূর্ব পরিচিত সাংবাদিক রাশেদ খান মিলনকে ফোন করে বলে তাকে অপহরন করে সিলেটে আটকে রাখা হয়েছে। এমতবাস্থায়, তাকে উদ্ধারের আকুতি জানায় আশরাফুলের কথায় সাংবাদিক রাশেদ খান মিলন ও তার বন্ধু দৈনিক আমার সময় পত্রিকার স্টাফ রির্পোটার মাহমুদুল হাসান এর সাথে আলোচনা করে কথিত অপহৃত আশরাফুলকে উদ্ধারের তৎপর হন। রাশেদ খান ও হাসান পরামর্শক্রমে স্থানীয় থানায় একটি সাধারণ ডায়েরী করে কথিত অপহৃত আশরাফুলকে উদ্ধারে  সিলেট যান। সেখানে যেয়ে জানতে পারেন আশরাফুলকে অপহরন করা হয়নি তিনি জাল জাতিয়াত চক্রের নেতা। অতপর সাংবাদিক দ্বয় ঢাকা ফেরত আসেন।