
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী আজ দায়িত্ব নেবেন। তিনি হবেন বাংলাদেশ পুলিশের ৪০তম আইজিপি। পুলিশ সদরদপ্তর সূত্র জানায়, বুধবার দুপুর দেড়টার দিকে বিদায়ী আইজিপি এ কে এম শহীদুল হকের কাছ থেকে দায়িত্ব বুঝে নেবেন ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। এরপর যাবেন গণভবনে। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে র্যাঙ্ক ব্যাজ পরাবেন। সন্ধ্যা ৬টার দিকে তিনি পুলিশ সদরদপ্তরের সম্মেলন কক্ষে সাংবাদিকদের মুখোমুখি হবেন।