
নিজস্ব প্রতিবেদক : রোববার সুপ্রিম কোর্টের এজলাস কক্ষে অ্যাটর্নি জেনারেল কার্যালয় ও আইনজীবী সমিতির এক সংবর্ধনায় তিনি এ কথা বলেন। নবনিযুক্ত প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, দেশে আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য আমার যতটুকু কাজ করা দরকার, তা আমি করব। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেন, আপিল ও হাইকোর্ট বিভাগের সকল বিচারকগণকে শপথ অনুযায়ী বিচারকাজ পরিচালনা করতে হবে।
প্রসঙ্গত, দেশের ২২তম প্রধান বিচারপতি হিসেবে শনিবার সন্ধ্যায় বঙ্গভবনে শপথ নেন সৈয়দ মাহমুদ হোসেন। বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদ তাকে শপথ বাক্য পাঠ করান।