
সচিবালয় প্রতিবেদক : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সড়ক পরিবহন আইন পাশ হলে বাস্তবায়ন প্রক্রিয়া যখন শুরু হবে তখন রাস্তায় পাখির মতো এবং মাছির মতো মানুষ মারা যাবে না। আর এই আইনে সর্বোচ্চ শাস্তির বিধান রাখা হয়েছে। ফলে এ আইন পাশ হলে চালক বা পথচারী সবাই সতর্ক হবে। বৃহস্পতিবার সচিবালয়ে বাংলাদেশে নিয়োজিত ভারতের রাষ্ট্রদূত হর্ষ বর্ধন শ্রিংলার সাথে নিজ দপ্তরে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী। তিনি বলেন, সড়ক পরিবহন আইন আমরা নেক্সট পার্লামেন্টে হয়তো পাশ করে নিতে পারব। তখন রাস্তার শৃঙ্খলা ফিরিয়ে আসবে। আশা করি আমরা এসব সমস্যার সমাধানে কাজ করতেএকটা গ্রাউন্ডও পাব। এর সাথে যানজট থেকে রাস্তায় রেষারেষি সবই কমে যাবে। সেতুমন্ত্রী বলেন, ভারতের রাষ্ট্রদূত আমার সাথে কিছু বিষয় নিয়ে আলোচনা করতে এসেছেন। আমরা মাঝে মাঝেই বসি। কারণ ভারতের সাথে আমাদের অনেকগুলো রোড রয়েছে। আমরা কিছু বিআরটিসির গাড়ি পেতে যাচ্ছি। আরেকটি বিষয় হচ্ছে ময়নামতি থেকে সরাইল এবং আগরতলা থেকে আখাউড়া পর্যন্ত রাস্তা ফোর লেনে উন্নিত করণের বিষয়ে কথা হয়েছে। মন্ত্রী জানান, আরেকটি বিষয় হচ্ছে, উনি একটি চিঠি এনেছেন গ্লোবার সামিট হচ্ছে দিল্লিতে। সেটি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উদ্ভোধন করবেন। আমাকে সেখানে আমন্ত্রণ করেছেন। এ ছাড়া আমি তার কাছে জানতে চেয়েছি আসামে ৪০ লাখ মানুষ নাগরিকত্ব হারিয়েছেন। তিনি বলেছেন, এটা তাদের বিষয়। এটা এখনও চূড়ান্ত কিছু হয়নি। কাউকে বিতারিত করা হবে না। তবে আমি নিজেও কাল ভারতের একটি টিভিতে সেখানকার নেতাদের বক্তব্য লক্ষ্য করেছি। সেখানে তারা পজেটিভলি বলেছেন। এখানে প্রত্যেকের আপিল করার সুযোগ রয়েছে। এখনও এ বিষয়টি প্রাইমারি স্টেইজে আছে। ছাত্রদের আন্দোলন সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, আমি এটা নিয়ে কালই বলেছি। তবে রাস্তায় গাড়ি নেই এ বিষয়ে আমি যেটা বলতে চাই সেটা হলো বিআরটিসির গাড়ি পথে আছে। তবে বেসরকারি গাড়ির মালিকরা ভয়ে গাড়ি পথে নামায়নি। তারা ভাবছে গাড়ি পুড়িয়ে ফেলবে। আমরা বলেছি, যত দ্রুত সম্ভব গাড়ি যেন নামানো হয়। মানুষ সাফার করছে। তারা কথা দিয়েছে গাড়ি দ্রুত রাস্তায় নামাবে। ওবায়দুল কাদের বলেন, সড়ক পরিবহন আইনে পথচারীদেরও রাস্তায় চলাচলের যে নিয়ম সেটাও উল্লেখ আছে। শিক্ষার্থীরাও যাতে পথে সচেনতনভাবে চলে সে ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব আছে। মোবাইলে কথা বলতে বলতে যাতে কেউ রাস্তা পার না হয় সে বিষয়ে সচেতনতা তৈরি করতে হবে। প্রয়োজনে সড়কে দুর্ঘটনা বিষয়ে মামলাগুলো দ্রুত বিচারের আওতায় আনা হবে। আইন হলে এটা সুবিধা হবে। এটা নিয়ে আমরা আলোচনা করে নেব।