আইন-শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে সকলের সহযোগিতা চাইলেন উত্তরা পূর্ব থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃমহিবুল্লাহ।
২৪ অক্টোবর শুক্রবার জুম্মার নামাজ পূর্বে ঢাকা উত্তর সিটির ৪ সেক্টর কেন্দ্রীয় জামে মসজিদে নামাজ পূর্বে তিনি এসব মক্তব্য রাখেন।
টাউট বাটপারদের বলয় মুক্ত প্রশাসনিক কাঠামোর মধ্যে আইন শৃঙ্খলা সমুন্নত রাখতে প্রতিশ্রুতি ব্যক্ত করেন ও উত্তরা পূর্ব থানার সেক্টরবাসীর কাছে সহযোগিতা চান। কিশোরগ্যাং মুক্ত সেক্টর প্রতিষ্ঠায় সন্ধ্যার পরে সন্তানদের পড়ার টেবিলে বসানোর অনুরোধ জানিয়ে মাদক, সন্ত্রাস, জুয়া-চাঁদাবাজি, ধান্দাবাজি, প্রতারণাসহ সকল অপরাধ এর তথ্য দিয়ে পুলিশকে সহোযোগিতা করার জন্য উত্তরা সেক্টর বাসীদের কাছে অনুরোধ করেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার নির্দেশনায় পেশাদারিত্বের সহিত দায়িত্ব পালন করার সর্বোচ্চ চেষ্টা করবেন বলে অফিসার ইনচার্জ প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
উত্তরা পূর্ব থানায় কর্মরত সকল অফিসার ফোর্স এলাকার আইনশৃঙ্খলা বিষয়ক আইনি সহযোগিতার জন্য প্রস্তুত আছেন এবং অফিসার ইনচার্জদের সরাসরি তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানান।
এসময় এলাকাবাসী পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।