
ক্রীড়া ডেস্ক: অর্থ ছড়াছড়ি ও দর্শকপ্রিয়তার জন্য ঘরোয়া লিগে বিশ্বের সবচেয়ে জমজমাট আসর ভারতীয় প্রিমিয়ার লিগ (আইপিএল)এ কাঙ্ক্ষিত বেশ ক’জন ক্রিকেটারকে দেখতে পাবেন না দর্শক ।
ইনজুরির কারণে এবারের এ আসর থেকে ছিটকে পড়েছেন লোকেশ রাহুল ও মুরালি বিজয়। এবার তাদের সঙ্গে যুক্ত হয়েছেন ভারতের বর্তমান সময়ের সবচেয়ে সফল স্পিনার রবীচন্দ্রন অশ্বিন।
স্পোর্টস হার্নিয়ার কারণে আইপিএলের দশম আসরে খেলতে পারবেন না অশ্বিন।তলপেটের নীচে পেশি ক্ষতিগ্রস্ত হওয়ায় তার এ রোগ দেখা দিয়েছে। আইপিএলে রাইজিং পুনে সুপারজায়ান্টের হয়ে খেলেন অশ্বিন। এবারের আসর চলাকালীন সময়ে বিশ্রামে থাকতে হচ্ছে তাকে।
এর আগে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর লোকেশ রাহুল এবং কিংস ইলেভেন পাঞ্জাবের মুরালি বিজয় কাঁধের চোটের কারণে আসর থেকে ছিটকে পড়েন। এছাড়া অস্ট্রেলিয়া সিরিজে পাওয়া চোটের কারণে আইপিএলের শুরুর কয়েকটি ম্যাচ মিস করতে পারেন বেঙ্গালুরুর অধিনায়ক বিরাট কোহলি। সেই সঙ্গে চোট থাকায় শুরুর দিকে বিশ্রামে দেখা যেতে পারে কলকাতা নাইট রাইডার্সের স্পিডস্টার উমেশ যাদবকেও।
সব ফরম্যাটে ভারতীয় দলের গুরুত্বপূর্ণ একজন বোলার অশ্বিন। জুনে ইংল্যান্ডে চ্যাম্পিয়নস ট্রফির জন্য তাকে শতভাগ ফিট পেতে চায় ভারত। এই মৌসুমে ঘরের মাঠে ১৩টি টেস্ট খেলেছেন অশ্বিন। সব মিলিয়ে এবার ৭৫০ ওভার বোলিং করেছেন তিনি। অবিশ্বাস্য এ চাপের জন্যই স্পোর্টস মেনিয়ায় ভুগছেন বলে ধারণা অনেকের। টানা খেলার ধকল থেকে মুক্তি পেতেই বিশ্রামে থাকছেন তিনি।
ভারতীয় কোনো বোলার হিসেবে এ মৌসুমে সর্বোচ্চ ৮১টি উইকেট নিয়েছেন অশ্বিন।