আইপিএল শুরুর পরিকল্পনায় বিসিসিআই

ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা আসার পর থেকেই আলোচনায়, কবে আবারও শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। হিন্দুস্তান টাইমস‘র তথ্য, দ্রুতই টুর্নামেন্ট শুরুর পরিকল্পনা করছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

গত সপ্তাহে পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের মধ্যে ধর্মশালায় অনুষ্ঠিত ম্যাচটি মাঝপথে বাতিল হওয়ার পরই টুর্নামেন্ট স্থগিত করা হয়েছিল। সেই সময় জম্মু ও পাঠানকোটে এয়ার রেড অ্যালার্ট জারি হয়েছিল। যার প্রভাব পড়ে পার্শ্ববর্তী শহরগুলোতেও।

আইপিএল স্থগিত হয়ে যাওয়ায় বেশিরভাগ বিদেশি খেলোয়াড়ই নিজ নিজ দেশে ফিরে গেছেন। তবে বিসিসিআই সব ফ্র্যাঞ্চাইজিকে মঙ্গলবারের মধ্যে নিজ নিজ হোম ভেন্যুতে দল একত্রিত করার কথা বলেছে। পরিকল্পনা অনুযায়ী এবং সব ঠিকঠাক থাকলে, সপ্তাহের শেষ নাগাদ আবারও মাঠে গড়াতে পারে জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি লিগটি।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, পুনরায় শুরু হওয়া টুর্নামেন্টের চূড়ান্ত সূচি দ্রুতই প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ধর্মশালা, চণ্ডিগড়, দিল্লি, জয়পুর ও মুম্বাইয়ে বাকি ম্যাচগুলো হওয়ার সম্ভাবনা খুব কম। ফলে হায়দরাবাদ, চেন্নাই, কলকাতা, বেঙ্গালুরু ও লখনউতে হতে পারে অবশিষ্ট ম্যাচগুলো।

পয়েন্ট টেবিলের বর্তমান চিত্র:
বর্তমানে গুজরাট টাইটানস ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। সমান পয়েন্ট থাকলেও ০.৪৮২ রান রেটে পিছিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দ্বিতীয় স্থানে। ১৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে পাঞ্জাব কিংস। মুম্বাই ইন্ডিয়ান্স ১৪, দিল্লি ক্যাপিটালস ১৩, কলকাতা নাইট রাইডার্স ১১, এবং লখনউ সুপার জায়ান্টস ১০ পয়েন্ট নিয়ে এখনও প্লে-অফ দৌড়ে টিকে আছে।

অন্যদিকে চেন্নাই সুপার কিংস, সানরাইজার্স হায়দরাবাদ ও রাজস্থান রয়্যালস এরইমধ্যে প্লে-অফের রেস থেকে ছিটকে পড়েছে।

টুর্নামেন্টে এখনও ১২টি লিগ এবং ৪টি প্লে-অফ ম্যাচ বাকি রয়েছে।