আইভরি কোস্টের প্রধানমন্ত্রীর আমাদুর মৃত্যু

আমাদু গোন কুলিবালি

আইভরি কোস্টের প্রধানমন্ত্রী আমাদু গোন কুলিবালি মারা গেছেন। মন্ত্রিসভার সঙ্গে সাপ্তাহিক বৈঠকে অসুস্থ বোধ করার পর স্থানীয় সময় বুধবার (৮ জুলাই) বিকেলে তার মৃত্যু হয়। আইভরি কোস্টের প্রধানমন্ত্রী কুলিবালির বয়স হয়েছিল ৬১ বছর।

বৃহস্পতিবার (৯ জুলাই) আইভরি কোস্টের প্রেসিডেন্ট কার্যালয়ের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানায়।

খবরে বলা হয়, হৃদযন্ত্রের চিকিৎসার জন্য ২ মাস ফ্রান্সে কাটিয়ে গত বৃহস্পতিবার দেশে ফেরেন কুলিবালি।

বিবিসি জানায়, চলতি বছরের মার্চেই কুলিবালিকে অক্টোবরের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে মনোনীত করে ক্ষমতাসীন প্রেসিডেন্ট আলাসানে আউতারার দল। কুলিবালিকেই ভবিষ্যৎ প্রেসিডেন্ট হিসেবে সবচেয়ে সম্ভাবনাময় বিবেচনা করছিলেন বিশ্লেষকরা।

আমাদুর মৃত্যুতে শোক জানিয়ে এক বিবৃতিতে প্রেসিডেন্ট আলাসানে বলেছেন, আমি আমার ছোট ভাই, আমার ছেলে আমাদুর প্রতি গভীর শ্রদ্ধা জানাই। সে ছিল দেশের প্রতি অনুগত। দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করেছিল সে।