আইভরি কোস্টে বিদ্রোহী সেনাদের দমনে অভিযানে নেমেছে সেনাবাহিনী

আন্তর্জাতিক ডেস্ক : রোববার সেনাপ্রধান জেনারেল সেকু টরি এক বিবৃতিতে বিদ্রোহীদের আত্মসমর্পনের আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে তিনি বলেছেন, যারা আত্মসমর্পন করবে না তাদের বিরুদ্ধে অভিযানে নামবে সেনাবাহিনী।

তিনি বলেছেন, ‘এ ধরণের গুরুতর আচরণ সেনাবাহিনীর প্রতিরক্ষা দায়িত্বে নিয়োজিত থাকার সঙ্গে সাংঘর্ষিক। এ কারণে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ফিরিয়ে আনতে সেনা অভিযান চলছে।’

আইভরি কোস্টে বিদ্রোহী সেনাদের দমনে অভিযানে নেমেছে সেনাবাহিনী। রোববার দেশটির সেনাপ্রধান এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।

বিদ্রোহী সেনাদের অধিকাংশই প্রেসিডেন্ট আলাসানে ওত্তারাকে ক্ষমতায় নিয়ে আসতে লড়াই করেছিল। গত জানুয়ারিতে সেনারা বোনাস হিসেবে অতিরিক্ত অর্থের জন্য বিদ্রোহ করে। পরবর্তীতে সরকার ৮ হাজার ৪০০ বিদ্রোহী সেনার প্রত্যেককে ৮ হাজার ৩৭০ মার্কিন ডলার করে প্রদান করে। সরকারের সঙ্গে চুক্তির অংশ হিসেবে কিছু অর্থ চলতি মাসে দেওয়ার কথা ছিল। কিন্তু দেশটির প্রধান রপ্তানি পণ্য কোকার দাম কমে যাওয়ায় সরকার অর্থ সংকটে পড়েছে। এ কারনে বিদ্রোহীদের প্রতিশ্রুত অর্থ দিতে পারেনি সরকার। এ ঘটনায় ক্ষুব্ধ সেনারা গত শুক্রবার বিদ্রোহ ঘোষণা করে এবং দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর বৌআক দখল করে নিয়েছে।
এদিকে বিদ্রোহীরা জানিয়েছে, সেনাবাহিনী যদি এ বিষয়ে হস্তক্ষেপ করে তাহলে তারা যুদ্ধ করতে প্রস্তুত।