
নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত মেয়রপ্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীর নিরঙ্কুশ জয় শতভাগ নিশ্চিত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
বৃহস্পতিবার দুপুরে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে নাসিক নির্বাচন নিয়ে তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
মাহবুব উল আলম হানিফ বলেন, ‘আমার বিশ্বাস আজকের সিটি করপোরেশন নির্বাচনে অবাধ, সুষ্ঠ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ শেষ হবে এবং ভোটের ফলাফলে আওয়ামী লীগের প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী নিরঙ্কুশ বিজয় লাভ করবেন।’
তিনি বলেন, ‘বিএনপির প্রার্থীকে জনগণ কি কারণে ভোট দেবে? তিনি কি যোগ্যতা, দক্ষতা ও সাহসের প্রমাণ রেখেছেন? কিন্তু আমাদের প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী তিনি মেয়র থাকাকালীন তার যোগ্যতা, দক্ষতা ও সাহসিকতার প্রমাণ রেখেছেন। সব কিছু মিলিয়ে তিনি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের জনগণের কাছে ইতিমধ্যে আস্থার প্রতীকে পরিণত হয়েছেন।’
শেখ হাসিনার প্রশংসা করে হানিফ বলেন, ‘পাশাপাশি আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে উন্নয়নের সফলতা রয়েছে। তিনি দেশের উন্নয়নের মাধ্যমে মানুষের মধ্যে আশার আলো দেখিয়েছেন। গোটা দেশের মানুষের আস্থা এখন আওযামী লীগ এবং সরকারের ওপর। এইগুলোর প্রতিফলন হলেই বিএনপির প্রার্থীর জয়লাভ করার কোনো সম্ভাবনা নেই।’
তিনি আরো বলেন, ‘নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখার জন্যই নাসিকবাসী আমাদের দলীয় প্রার্থী মেয়র সেলিনা হায়াৎ আইভীকে ভোট দেবে। এ কারণেই আমরা আমাদের প্রার্থীর জয়ের ব্যাপারে শতভাগ সুনিশ্চিত।’
হানিফ বলেন, ‘এখন পর্যন্ত নাসিকে উৎসমুখর পরিবেশে ভোট গ্রহণ হচ্ছে। আওয়ামী লীগ বরাবরের মতোই জনগণের ক্ষমতায় বিশ্বাসী। এ কারণে নাসিকে আমাদের অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্য ছিল। সে কারণে উৎসমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ হচ্ছে।’
জনগণের ম্যান্ডেট অনুযায়ীই নারায়ণগঞ্জবাসী তাদের মেয়র নির্বাচিত করবেন, এমন আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, ‘মেয়র বা অভিভাবক হিসেবে সবচেয়ে যোগ্য প্রার্থী হচ্ছে আমাদের সেলিনা হায়াৎ আইভী। এর আগেও তিনি মেয়র ছিলেন। এই নির্বাচনে তার নেতৃত্বে উন্নয়ন সফলতার ধারাবাহিকতার প্রতিফলন হবে। আমরা এটাই প্রত্যাশা করছি।’
উৎসমুখর পরিবেশে ভোট গ্রহণের জন্য ভোটার এবং সংশ্লিষ্ট সকলকেও ধন্যবাদ জানান তিনি।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের নেতা ডা. দীপু মণি, জাহাঙ্গীর কবির নানক, আহমদ হোসেন, এ কে এম এনামুল হক শামীম, খালিদ মাহমুদ চৌধুরী, ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, ড. আবদুস সোবহান গোলাপ, অসীম কুমার উকিল, সুজিত রায় নন্দী, ইঞ্জি. আব্দুস সোবহান গোলাপ, ফরিদুন্নাহার লাইলী, দেলোয়ার হোসেন, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, আনোয়ার হোসেন, আমিরুল আলম মিলন প্রমুখ।