নিজস্ব প্রতিবেদক :
২১শে আগস্ট গ্রেনেড হামলায় নিহত প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী ও বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের প্রাক্তন সভাপতি আইভী রহমানের ১২তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করেছে আওয়ামী লীগ। এ ছাড়াও আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা-কর্মীরাও শ্রদ্ধা নিবেদন করেছেন।
এসময় আওয়ামী লীগ কেন্দ্রীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, সমাজকল্যাণ ও ত্রাণবিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী প্রমুখ।
আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তর ও দক্ষিণের সাধারণ সম্পাদক সাদেক খান ও শাহে আলম মুরাদ। শ্রদ্ধা নিবেদন শেষে দলীয় নেতা-কর্মীরা প্রয়াত নেত্রীর মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে অংশ গ্রহণ করেন।
এসময় উপস্থিত সাংবাদিকদের সামনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বিএনপি-জামায়াত জোট আমলে সংগটিত ২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলাকে বিএনপির কালো অধ্যায় হিসেবে দাবি করেন। পাশাপাশি ২১ আগস্ট গ্রেনেড হামলার বিচার খুব দ্রুতই হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
আজ প্রয়াত এই নেত্রীর বাসভবন রাজধানীর গুলশান-২’এর ‘আইভী কনকর্ড’-এ বাদ আসর মিলাদ ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
আওয়ামী লীগের প্রাক্তন মহিলাবিষয়ক সম্পাদক আইভী রহমান। তিনি ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে সন্ত্রাস বিরোধীর সমাবেশে গ্রেনেড হামলায় মারাত্মকভাবে আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ওই হামলায় আওয়ামী লীগের ২৪ জন নেতা-কর্মী নিহত হন।