নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকা মার্কায় বিপুল ভোটে জয়ী মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী সোমবার সকাল ১০ টায় দায়িত্ব নেবেন। একই দিন নবনির্বাচিত সকল কাউন্সিলর দায়িত্ব নেবেন।
গত ৫ জানুয়ারি প্রধানমন্ত্রী কার্যালয়ে তাদের শপথ অনুষ্ঠিত হয়েছে। দায়িত্ব নেওয়ার দিন থেকে তাদের কার্যকাল হিসাব করা হবে। সিটি কর্পোরেশনের মেয়র, কাউন্সিলররা পাঁচ বছরের জন্য নির্বাচিত হন।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে ডা. সেলিনা হায়াৎ আইভী জানান, আগের দুইবারের মতো এবারও তিনি নগরীর দেওভোগে অবস্থিত তার নিজ বাড়ি থেকে সোমবার সকাল ১০টায় পায়ে হেঁটে সিটি কর্পোরেশনে গিয়ে দায়িত্ব নেবেন।
বিপুল সংখ্যক নগরবাসী মেয়রের সঙ্গে পায়ে হেঁটে নগরভবনে যাবেন বলে ধারণা করা হচ্ছে। মেয়রের পদ ত্যাগ করে তিনি পায়ে হেঁটে সিটি কর্পোরেশন থেকে বের হয়ে জেলা আওয়ামী লীগ অফিস হয়ে তার বাসায় ফিরেছিলেন।