
কাজী হায়াতের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে আইসিইউ- এ নেওয়া হয়েছে।
২২ মার্চ (সোমবার) ভোর ৬টায় আইসিইউতে নেওয়া হয় তাকে। পুলার হাসপাতালের ধানমণ্ডি শাখার কর্মকর্তা আকলিমা খানম লিমা এ তথ্যটি নিশ্চিত করেছেন।
বিশিষ্ট এই পরিচালক, চিত্রনাট্যকার ও অভিনেতা ২ মার্চ করোনার প্রতিষেধক টিকা নেন। তারপর ৬ মার্চ করোনা টেস্ট করালে রিপোর্ট পজিটিভ আসে। পরে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাসায় থেকে চিকিৎসা নিচ্ছিলেন কাজী হায়াৎ। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তি করা হয় তাকে। হাসপাতালের সাধারণ কেবিনেই কাজী হায়াতের চিকিৎসা চলছিল। তবে অবস্থা বেশি খারাপ হওয়ায় আজ আইসিইউতে নেওয়া হয় এই পরিচালককে।
এদিকে, বাবার অসুস্থতার খবরে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন কাজী হায়াতের ছেলে চিত্রনায়ক কাজী মারুফ। তিনি বাবার জন্য দোয়াও চেয়েছেন।