
ক্রীড়া ডেস্ক : ৮২তম ক্রিকেটার হিসাবে আইসিসির হল অফ ফেমে যুক্ত হয়েছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ব্যাটসম্যান আর্থার মরিস।
অস্ট্রেলিয়ার হয়ে ৪৬ টেস্ট খেলেছেন আর্থার মরিস। বাঁহাতি এ ওপেনার ৪৬.৪৮ গড়ে রান করেছেন ৩৫৩৩। সর্বোচ্চ ২০৬। ১২টি সেঞ্চুরি ও ১২টি হাফসেঞ্চুরির ইনিংস রয়েছে তার। ২০১৫ সালের আগস্টে ৯৩ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মরিস।
সিডনি ক্রিকেট গ্রাউন্ডে আর্থার মরিসের হয়ে এ সম্মাননা গ্রহণ করেন তার স্ত্রী জুধিথ মরিস। অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক স্টিভ ওয়াহ পাকিস্তান ও অস্ট্রেলিয়ার মধ্যকার টেস্টের চা-বিরতির সময় মাঠে এ সম্মাননা তুলে দেন।
জুধিথ মরিস বলেন,‘এ সম্মান সত্যিই অভূতপূর্ব। এ সম্মান ও পুরস্কারের সঙ্গে হাজারো স্মৃতি আমার ঘরে আবারও প্রবেশ করছে।’