
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে খাগড়াছড়ির নিচু এলাকা প্লাবিত হয়েছে। হঠাৎ বন্যায় শহরের নিচের বাজার, মেহেদীবাগ, গঞ্জপাড়াসহ আশপাশের কয়েক শ ঘরবাড়ি পানিতে ডুবে গেছে। এতে চরম বিপাকে পড়েছে খাগড়াছড়ি শহর ও শহরতলির বাসিন্দারা।
শনিবার দিবাগত রাতে কয়েক ঘণ্টার বৃষ্টির সঙ্গে উজানে পানছড়ি ও পার্শ্ববর্তী এলাকায় ভারি বর্ষণের পর আজ রবিবার সকাল ১০টার দিকে চেঙ্গী নদীর পানি দ্রুত বৃদ্ধি পেতে থাকে।