আওয়ামী লীগ মাঠে ফিরলে কেউ ছাড় পাবে না: রাশেদ খান

আওয়ামী লীগ আবারও মাঠের রাজনীতিতে ফিরলে কেউ ছাড় পাবে না বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। সোমবার রাতে দেশের একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

রাশেদ খান বলেন, “আমরা রাজনীতি করি, সে কারণে বিভিন্ন জায়গা থেকে তথ্য পাই। আওয়ামী লীগ ও তাদের অঙ্গসংগঠনগুলো দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। এর মাধ্যমে তারা দেশকে অস্থির করার নানা ধরনের চক্রান্তে লিপ্ত।”

কথোপকথনের এক পর্যায়ে তিনি টক শোর উপস্থাপক মনজুর আল মতিনকে উদ্দেশ করে বলেন, “আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি যদি ফিরে আসে, তাহলে আপনি জুলাই আন্দোলনে যে ভূমিকা রেখেছেন তার জন্য আপনার অবস্থা কী হবে? আমাদের আন্দোলনের জন্য আমাদের কী হবে?”

তিনি আরও বলেন, “আওয়ামী লীগ বা তাদের দোসরদের আমরা যেভাবে গণ-অভ্যুত্থানে প্রতিহত করেছি, তেমনি তাদের রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রমও প্রতিহত করব। অন্যথায় এই দেশে আবারও আওয়ামী ফ্যাসিবাদ ফিরে আসবে, জাতীয় পার্টির মতো ফ্যাসিবাদ ফিরবে এবং আরেকটি গণহত্যা সংঘটিত হবে।”

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী-গ্রামবাসীর সংঘর্ষ প্রসঙ্গে সন্দেহ প্রকাশ করে রাশেদ খান বলেন, “আমার কাছে বিষয়গুলো সন্দেহজনক মনে হচ্ছে। এগুলো প্রকৃত সংঘর্ষ নাকি আওয়ামী লীগ নিজেদের নেতাকর্মীদের মাধ্যমে সংঘর্ষ বাধাচ্ছে, সেটা পরিষ্কার নয়।”

তিনি আরও অভিযোগ করেন, দেশকে অস্থিতিশীল করতে আওয়ামী লীগ বিদেশি অর্থায়ন পাচ্ছে। বিএনপির শীর্ষ নেতাদের বরাত দিয়ে দাবি করেন, এস আলম গ্রুপ আওয়ামী লীগকে আড়াই হাজার কোটি টাকা দিয়েছে দেশকে অস্থিতিশীল করার জন্য।