আওয়ামী সন্ত্রাস ও দেশদ্রোহীতার বিরুদ্ধে সর্বদলীয় ঐক্য অটুট রাখার শপথ

আজ ১৩ নভেম্বর উত্তরার মুগ্ধমঞ্চ-এ জুলাই শহীদদের পরিবার, আহত জুলাইযোদ্ধা ও সামাজিক, রাজনৈতিক নাগরিকদের সমন্বয়ে “সন্ত্রাসবিরোধী নাগরিক সমাবেশ” অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা দেশের চলমান নিষিদ্ধ আওয়ামীলীগের সহিংসতা, ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়ার আহ্বান জানান।

বক্তারা বলেন, নিষিদ্ধ ও পলাতক আওয়ামীলীগ এদেশের ধর্ম, সংস্কৃতি বা মানবিক মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তারা হাজার হাজার ছাত্র জনতার রক্ত ঝরিয়ে ক্ষান্ত হয়নি, পলাতক সন্ত্রাসীরা এখনো বাসে আগুন, ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু ওইক্যবধ বাংলাদেশ তা প্রতিহত করবে। বাংলাদেশ একটি শান্তিপ্রিয় দেশ—এখানে অসাম্প্রদায়িক চেতনা ও মানবিক ঐক্যের ভিত্তিতে সকল নাগরিককে একসঙ্গে দাঁড়াতে হবে।

সমাবেশে নাগরিক সমাজের বিভিন্ন প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, ছাত্র-যুব, নারী সংগঠনের প্রতিনিধি ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন। তারা “সন্ত্রাস মুক্ত বাংলাদেশ গড়ার” শপথ গ্রহণ করেন এবং সরকারের পাশাপাশি নাগরিকদেরও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান।

সন্ত্রাসবিরোধী ঐক্যের আয়োজনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যক্ষ আশরাফুল হক, উত্তরার বিভিন্ন শহীদ পরিবারের সদস্যবৃন্দ, আপ বাংলাদেশের যুগ্ম প্রধান সংগঠক আব্দুল আজিজ, জুলাই রেভ্যুলেশনারী এলায়েন্সের আহবায়ক সালেহ মাহমুদসহ অন্যান্যরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেআরএ মুখপাত্র ফান্তাসির মাহমুদ