আওয়ামী লীগকে সমঝোতায় আসতেই হবে

জ্যেষ্ঠ প্রতিবেদক : নির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ আলোচনার প্রস্তাব নিয়ে নেতিবাচক অবস্থানে থাকলেও, দলটিকে অবশ্যই সমঝোতায় আসতে হবে বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারবে না জেনেই সব ‘ভালো প্রস্তাবগুলো’ তারা এড়িয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন বিএনপির এই মুখপাত্র। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। আগামী ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে এই সভার আয়োজন করা হয়। মির্জা ফখরুল বলেন, ‘তারা (আওয়ামী লীগ) কখনো সমঝোতায় আসতে চায়নি, কিন্তু করতে হয়েছে, সমঝোতায় বসতে হয়েছে। বাংলাদেশের ইতিহাসে এটি আছে। সমঝোতা এবং আলোচনা ছাড়া কখনও এখানে কিছু হয়নি।’ ‘অবশ্যই তাদের আলোচনায় আসতে হবে। যত কিছুই বলুক আলোচনায় আসতে হবে। আলোচনায় না আসলে এটাই প্রমাণিত হবে, তাদের জনগণের কাছে কোনো জবাবদিহিতা নেই। শুধু ক্ষমতায় থাকতে চায় এবং এটাই একমাত্র ইচ্ছা’, বলেন বিএনপির এই নেতা। মির্জা ফখরুল বলেন, যেখানে পুরো জাতি একটি গ্রহণযোগ্য নির্বাচন চাইছে, তখন তারা সুষ্ঠু নির্বাচন চায় না। কিন্তু তারা জানে, সুষ্ঠু নির্বাচন হলে ক্ষমতায় যেতে পারবে না। সেজন্য সব ভালো প্রস্তাবগুলো তারা মানতে চায় না। আওয়ামী লীগ গণতন্ত্র চায় না বলেই আলোচনার মাধ্যমে একটি গ্রহণযোগ্য নির্বাচনের পথ বের করতে চায় না বলে অভিযোগ করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, ‘আমরা সংঘাত চাই না। আমরা সমঝোতার মধ্য দিয়ে একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে জনগণের আশা আকাঙ্খার প্রতিফলন চাই। বিএনপিকে ক্ষমতায় বসিয়ে দেওয়া নয় জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য ব্যবস্থা নিতে হবে।’ ফেনীতে খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনা বিএনপি দোষারোপ করে ক্ষমতাসীনদের দেওয়া বক্তব্যেরও সমালোচনা করেন মির্জা ফখরুল। তিনি বলেন, ‘কি ঘটছে না ঘটেছে আপনারা দেখেছেন। আপনারা নিজেরাই ভুক্তভোগী। তাছাড়া সংবাদপত্রে নাম ঠিকানা দিয়ে পুরো চিত্রই এসেছে।’ ‘সরকারের উচিত ছিল এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করা। একইসঙ্গে প্রকৃত অপরাধীদের খুঁজে বের করে বিচারের আওতায় নিয়ে আসা। কিন্তু তারা তা না করে চিরাচরিত যে অন্ধকার পথ তা থেকে বের হতে পারেনি। তারা সেই মিথ্যা কথা বলে জনগণকে বিভ্রান্ত করছে’, বলেন বিএনপি মহাসচিব। ৭ নভেম্বরকে বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন অভিহিত করে মির্জা ফখরুল বলেন, ওইদিন বাংলাদেশের জাতিসত্ত্বার ভিত্তি রচিত হয়। গণতন্ত্র, স্বাধীনতা, স্বার্বভৌমত্ব হয়েছে। কারণ তখন বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব বিপন্ন করার চেষ্টা হয়েছিল। দেশের বর্তমান প্রেক্ষাপটে সার্বভৌমত্ব ও মুক্তিযুদ্ধে চেতনা বিপন্ন হয়েছে মন্তব্য করে তিনি বলেন, এখন একদলীয় শাসন প্রতিষ্ঠা করার চেষ্টা হচ্ছে। কিন্তু এদেশের মানুষ তা কখনও মেনে নেবে না। ৭ নভেম্বরকে সামনে রেখে জনগণের অধিকার ফিরিয়ে আনতে সকলকে ঐক্যবদ্ধ করার আহ্বান জানান বিএনপির মহাসচিব। যৌথসভায় বিএনপি নেতাদের মধ্যে রুহুল কবির রিজভী, মজিবুর রহমান সারোয়ার, হাবিব উন নবী খান সোহেল, কাজী আবুল বাশার, আবুল কালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।