আওয়ামী লীগকে হারানোর মতো রাজনৈতিক দল বাংলাদেশে নেই

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগকে হারানোর মতো রাজনৈতিক দল বাংলাদেশে নেই বলে দাবি করেছেন সজীব ওয়াজেদ জয়।

সোমবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং তার তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেন, আগামী নির্বাচনে আমি এমপি পদপ্রার্থী হচ্ছি না। আমার উদ্দেশ্য দলকে ক্ষমতায় রাখা। এমপি-মন্ত্রিত্বে লোভ আমার নেই।

তিনি আরো বলেন, আমি এখানে এসেছি দলকে একটা সুখবর জানাতে। আমার জরিপ অনুযায়ী, আগামী নির্বাচনে দল ক্ষমতায় আসবে। ২০০৮ সালের নির্বাচনের চেয়েও বেশি ভোট পাব।