ঝিনাইদহ প্রতিনিধি : জেলার সদরের সমশপুর গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দুগ্রুপের সংঘর্ষে অন্তত ৩৫ জন আহত হয়েছেন।
রোববার সকাল ১০ টার দিকে এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে প্রায় ৩০ জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানান, জেলা সদরের ফুরসুন্দি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আব্দুল মালেক এবং প্রাক্তন চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা শহিদ শিকদারের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।এরই জেরে উভয় গ্রুপের লোকজন সকালে সমশপুর গ্রামে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ৩৫ জন আহত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আহতদের মধ্যে প্রায় ৩০ জনকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. অপূর্ব কুমার সাহা জানান, হাসপাতালে ভর্তি আহত রুগীর প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের শরীরের বিভিন্ন স্থানে আঘাত রয়েছে। এক জনের অবস্থা আশঙ্কাজনক। তাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।


