
ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ সদরের বাকড়ি গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র স্থানীয় আওয়ামী লীগের দু-গ্রুপের সংঘর্ষে পাঁচজনসহ গুলিবিদ্ধসহ ১৫ জন আহত হয়েছে।
বৃহস্পতিবার সকালে আহতদের ঝিনাইদহ সদর হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হরেন্দ্রনাথ সরকার জানান, সদর উপজেলার বর্তমান ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা আব্দুল্লাহ মাসুম ও অপর যুবলীগ নেতা সাবেক ইউপি চেয়ারম্যান খন্দকার ফারুকুজ্জামান ফরিদ সমর্থকদের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল।
তারই জের ধরে উভয় গ্রুপের সমর্থকেরা বৃহস্পতিবার সকাল ৯টার দিকে বাকড়ি এলাকায় ঢাল-শরকি, রামদাসহ দেশীয় অস্ত্র নিয়ে মুখমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সংঘর্ষে উভয় পক্ষের পাঁচজন গুলিবিদ্ধসহ ১৫ জন আহত হয়। আহতদের মধ্যে সাতজনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ও বাকিদের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দুলাল শেখ, সিন্টু শেখ, মো. আলী, রাসেল শেখ, বিশারত আলী গুলিবিদ্ধ হয়ে আহত হয়।
স্থানীয় সদর হাসপাতালের সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. জাহিদুল ইসলাম জানান, আহতের শরীরের গুলির চিহ্ন রযেছে। এদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।