আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য হলেন যারা

সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামসহ তিনজনকে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। বাকি দুইজন হলেন-রাজশাহী সিটি করপোরেশনের মেয়র ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন এবং বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম।

শুক্রবার (১৯ নভেম্বর) বিকেলে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে দলের সভাপতি শেখ হাসিনা এ নতুন ৩ জনকে প্রেসিডিয়াম সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করেন।

সভার শুরুতে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সূচনা বক্তব্য রাখেন।