আন্তর্জাতিক ডেস্ক : জাতিসংঘের শিক্ষা, সংস্কৃতি ও বিজ্ঞান বিষয়ক সংস্থা ইউনেস্কো পূর্ব জেরুজালেমের আল আকসা মসজিদে ফিলিস্তিনিদেরই অধিকার রয়েছে উল্লেখ করে একটি প্রস্তাব পাশ করেছে। সদস্যদের সর্বসম্মতিতে এ প্রস্তাবটি পাশ হয়েছে বলে মঙ্গলবার সংস্থাটির এক কর্মকর্তা জানিয়েছে।
এর আগে ১১ অক্টোবর ‘দখলকৃত ফিলিস্তিন’ শিরোণামে প্রস্তাবটির খসড়া পাশ করেছিল সংস্থাটি। ওই সময় ইউনেস্কোর এ প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছিল ২৪ টি দেশ, ভোট দানে বিরত ছিল ২৬ টি দেশ। আর এ প্রস্তাবের বিরোধিতা করেছিল যুক্তরাষ্ট্র, ব্রিটেন, জার্মানি, নেদারল্যান্ডস, লিথুনিয়া ও ইস্তোনিয়া।
প্রস্তাবটিতে তেল আবিবের সমালোচনা করে বলা হয়েছে, ইসরাইলি শাসন আগ্রাসন ও অবৈধ পদক্ষেপের মাধ্যমে মুসলমানদের প্রার্থণার স্বাধীনতাকে খর্ব করছে।
এতে ‘আল-আকসা মসজিদে ইসরায়েলের চরম ডানপন্থী ও পোশাকি সেনাদের হামলারও’ নিন্দা জানানো হয়।
ইউনেস্কোতে নিযুক্ত ফিলিস্তিনের উপ রাষ্ট্রদূত মৌনির আনাসতাস বলেছেন, এ প্রস্তাবটি ইসরায়েলকে স্মরণ করিয়ে দিয়েছে যে, তারা পূর্ব জেরুজালেম দখল করে রেখেছে এবং এতে তাদেরকে সকল ধরণের শক্তি প্রয়োগ বন্ধের আহ্বান জানানো হয়েছে।
এদিকে গত সপ্তাহেই খসড়া প্রস্তাবের তীব্র বিরোধিতা করেছে ইসরায়েল। এর জের ধরে ইউনেস্কোর সঙ্গে সম্পর্ক ছেদ করেছে দেশটি।