আখাউড়ায় চোলাই মদ পানে যুবকের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় চোলাই মদ পান করে নাসির মিয়া (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাতে পৌরশহরের হরিজন কলোনিতে মদ পানের পর তার মৃত্যু হয়।

নাসির মিয়া পৌরশহরের মসজিদপাড়ার মৃত রেনু মিয়ার ছেলে। পেশায় তিনি একজন সিএনজি চালিত অটোরিকশাচালক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে হরিজন কলোনির বাসিন্দা রাজন হরিজনের ঘরে চোলাই মদ পান করে নাসির। একপর্যায়ে মাত্রাতিরিক্ত চোলাই মদ পানে অসুস্থ্ হয়ে হঠাৎ মাটিতে লুটিয়ে পড়ে যায়। পরে হরিজন কলোনির বাসিন্দারা তাৎক্ষণিক নাসিরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।