আখাউড়ায় ২০কেজি গাঁজাসহ ২জন গ্রেফতার

অপূর্ব দেব :- ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে ২০ কেজি গাঁজাসহ ২ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৯।

র‌্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া এর একটি অভিযানিক দল আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রন
ও টহল ডিউটি করাকালীন ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ার খড়মপুর বাইপাস এলাকায় অবস্থানকালে গত ৯ সেপ্টেম্বর রাত আনুমানিক ১৯.৫৫ ঘটিকার সময় গোপন সূত্রে আখাউড়া পৌরসভার দূর্গাপুর বাজার এলাকার দূর্গাপুর নূর মদিনা জামে মসজিদ এর সামনে মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে।

সংবাদ পেয়ে রাত আনুমানিক ২০.০৫ ঘটিকার সময় র‌্যাবের টহল টিমটি ঘটনাস্থলে পৌঁছামাত্র র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ১টি কালো রংয়ের
মোটরসাইকেল ও সাদা প্লাষ্টিকের বস্তা রেখে ২ জন ব্যক্তি কৌশলে দৌঁড়ে পালানোর চেষ্টাকালে তাদেরকে আটক করা হয়। আটককৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে তারা শিকার করে তাদের কাছে থাকা ১টি প্লাষ্টিকের বস্তায় মাদকদ্রব্য গাঁজা রয়েছে । পরবর্তীতে তাদের স্বীকারোক্তিতে তারা নিজ হাতে বাহির করে দেয়
১টি সাদা প্লাষ্টিকের বস্তার ভিতর থেকে ১০ বান্ডিল নীল রংয়ের পলিথিনের উপর খাকী রংয়ের স্কচটেপ দ্বারা মোড়ানো অবস্থায় ২০ কেজি গাঁজা। গাঁজা উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন- মোঃ
তানিম ভূঁইয়া (২০), পিতা- জামাল ভূঁইয়া, খালাজোড়া, আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া এবং মোঃ রাকিব মিয়া (২৪), পিতা- মোঃ হুমায়ুন কবির, কাশিনগর, (সিংগাইড়বিল), বিজয়নগর,
ব্রাহ্মণবাড়িয়া।

আটককৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে ব্রাহ্মণবাড়িয়া জেলাসহ দেশের বিভিন্ন জেলায় বিক্রয় করে আসছে।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ খ্রিঃ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয় ও জব্দকৃত আলামত ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।