
অপূর্ব দেব :– ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানা পুলিশ ৫০ কেজি গাঁজা ও ১টি পুরাতন সিএনজি উদ্ধারসহ ১ জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে।
আখাউড়া থানা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৯ সেপ্টেম্বর রাত ২১.১০ ঘটিকায় আখাউড়া থানা পুলিশের একটি চৌকস টিম মাদক বিরোধী অভিযান পরিচালনাকালীন চান্দপুর বাজার এলাকা হইতে ৫০ কেজি গাঁজা ও ১টি পুরাতন নাম্বার বিহীন সিএনজি সহ ১ জন মাদক কারবারীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামী হলেন – মোঃ নাছির উদ্দিন(৪২) পিতা-মৃত ইদ্রিছ মিয়া বিষ্ণাউড়ী পশ্চিমপাড়া, কসবা, ব্রাহ্মণবাড়িয়া।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে।