
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : বগি লাইনচ্যুত হয়ে চার ঘণ্টা বন্ধ থাকার পর আখাউড়া স্টেশন থেকে ঢাকা-চট্টগ্রাম, সিলেট-চট্টগ্রামসহ বিভিন্ন রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
রোববার সকাল সাড়ে ৬টার দিকে লাইনচ্যুত ট্রেনটি উদ্ধারের পর ওই সব রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এর আগে শনিবার দিবাগত রাত দেড়টার দিকে সিলেট থেকে চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্টেশনে ঢোকার পথে বগি লাইনচ্যুত হয়।এতে ঢাকা-চট্টগ্রাম, সিলেট-চট্টগ্রামসহ বিভিন্ন রুটে ট্রেন চলাচল ব্যাহত হয়।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সাত্তার জানান, রাত ২টার দিকে উদ্ধার কাজ শুরু হয়। রোববার সকাল সাড়ে ৬টার দিকে ট্রেনটি উদ্ধারের পর ওই সব রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।