ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : জেলার আখাউড়ায় হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার দুপুর দেড়টার দিকে উপজেলার ধরখার ইউনিয়নের হাশিমপুর এলাকার বিল থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহতের নাম-পরিচয় জানা যায়নি। বয়স আনুমানিক ৩০/৩২ হবে বলে জানিয়েছে পুলিশ।
ধরখার পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. জিয়াউল হক জানান, বিলের পানিতে এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে জানায়। খবর পেয়ে ধরখার ফাঁড়ির একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে।
নিহতের হাত-পা বাঁধা অবস্থায় ছিল, তবে তার শরীরে আঘাতের চিহ্ন নেই।
পুলিশের ধারণা, দুই-তিনদিন আগে তাকে হত্যা করে লাশ পানিতে ফেলে দেওয়া হয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


