আগামীকাল প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন

বিশ্ব জলবায়ু শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ ও ফ্রান্স সফর নিয়ে সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আগামীকাল বুধবার বিকেল ৪টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে আজ মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্লাসগো, লন্ডন ও প্যারিসে দুই সপ্তাহের সরকারি সফর শেষে গত রোববার দেশে ফিরেন। এর আগে গত ৩১ অক্টোবর দুই সপ্তাহের সফরে স্কটল্যান্ডের বন্দরনগরী গ্লাসগো পৌঁছেন তিনি।

গ্লাসগোতে প্রধানমন্ত্রী কপ-২৬ বিশ্ব নেতাদের শীর্ষ সম্মেলনে এবং অন্যান্য অনুষ্ঠানে যোগদান করেন।

৩ নভেম্বর প্রধানমন্ত্রী এবং তাঁর সফরসঙ্গীরা লন্ডনের উদ্দেশে গ্লাসগো ত্যাগ করেন।