আগামীকাল মরক্কো যাচ্ছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : কনফারেন্স অব দ্য পার্টিস (কপ-২২) এর উচ্চ পর্যায়ের দুই কর্মসূচিতে যোগ দিতে তিন দিনের সফরে আগামীকাল সোমবার মরক্কোর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী মরক্কোর পশ্চিমাঞ্চলীয় সাবেক রাজকীয় শহর মারাক্কেশ এর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৫ নভেম্বর কনফারেন্স অব দ্য পার্টিস এর উচ্চ পর্যায়ের সভায় জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন।

এ ছাড়া জাতীয় ও যৌথভাবে এই বিরাট চ্যালেঞ্জ মোকাবিলায় কাজের গতি ত্বরান্বিত করার জন্য বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানাবেন।

প্রধানমন্ত্রী বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের পাশাপাশি মরক্কোর বাদশাহ ৬ষ্ঠ মোহাম্মদের দেওয়া ভোজসভায় যোগ দিবেন।

তিনদিনের সফর শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ১৬ নভেম্বর দেশে ফেরার কথা রয়েছে।