
জ্যেষ্ঠ প্রতিবেদক : আগামীকাল সোমবার বিশ্ব বসতি দিবস। প্রতি বছর অক্টোবর মাসের প্রথম সোমবার বিশ্ব বসতি দিবস পালন করা হয়।
জাতিসংঘের সাধারণ পরিষদ ১৯৮৫ সালে এ দিবসটি পালনের সিদ্ধান্ত গ্রহণ করে এবং ১৯৮৬ সাল থেকে দিবসটি পালন করা হচ্ছে।
বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশেও যথাযথ গুরুত্বের সঙ্গে বিশ্ব বসতি দিবস পালিত হয়ে আসছে। দিবসটি উপলক্ষে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সোমবার দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে।
কর্মসূচির মধ্যে রয়েছে-বর্ণাঢ্য শোভাযাত্রা, উদ্বোধন অনুষ্ঠান, সেমিনার, ক্রোড়পত্র ও স্মরণিকা প্রকাশ ইত্যাদি।
সকাল ৭টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে জাতীয় প্রেসক্লাবে এসে শেষ হবে। এরপর সকাল ৯টায় ওসমানি স্মৃতি মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।
বিকাল ৩টায় রাজধানীর গণপূর্ত ভবন সম্মেলন কক্ষে ‘মানব বসত, ভূমি ব্যবহার পরিকল্পনা ও টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জন’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হবে।
সেনিমারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। মূল প্রবন্ধ উপস্থাপন করবেন নগর গবেষণা কেন্দ্রের সচিব ড. নূরুল ইসলাম নাজেম।
বসতি দিবসে এই বছরের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে গৃহায়ন নীতিমালা : সাধ্যের বসতি।