
সিলেট থেকে : মঙ্গলবার বিকেলে সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি এ আহ্বান জানান। আগামী জাতীয় নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে টানা তৃতীয় মেয়াদে সরকার পরিচালনার সুযোগ দিতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় নির্বাচনে হ্যাটট্রিক জয়ের মিশন নিয়ে প্রাকনির্বাচনী প্রচারণার জন্য এ জনসভার আয়োজন করা হয়। এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করল ক্ষমতাসীন আওয়ামী লীগ।
জনসভা সফল করার লক্ষে মঙ্গলবার বেলা ১২টার পর থেকে বিভিন্ন জায়গা থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিলসহ এসে জনসভায় যোগ দেন। নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলে সভাস্থল।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে করে সিলেটে পৌঁছান শেখ হাসিনা। তার সফর উপলক্ষে পুরো শহর ব্যানার, পোস্টার, ফেস্টুন, বিলবোর্ড আর তোরণে সাজানো হয়। বরাবরের মতো এবারও প্রধানমন্ত্রী তার সিলেট সফরের শুরুতেই হজরত শাহজালাল (র.), হজরত শাহ পরাণ (র.) এবং হজরত গাজী বুরহান উদ্দিনের (র.) মাজার জিয়ারত করেন। পরে তিনি সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আওয়ামী লীগের জনসভায় ভাষণ দেন।
টানা দ্বিতীয় মেয়াদে সরকার গঠনের পর সিলেটে শেখ হাসিনার তৃতীয় সফর এটি। আর ভোটের বছরের শুরুতে এই সফরের মধ্য দিয়েই শেখ হাসিনার আগাম নির্বাচনী প্রচার শুরু হলো।
সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফর রহমানের সভাপতিত্বে জনসভা হয়। সভায় আরো বক্তব্য রাখেন- অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, আওয়ামী লীগ নেতা মাহবুব উল আলম হানিফ, দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, আহমদ হোসেন, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন কামরান আহমদ প্রমুখ।
জনসভায় আওয়ামী লীগ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন শেখ হেলাল, খালিদ মাহমুদ চৌধুরী, এনামুল হক শামীম, দেলোয়ার হোসেন, নওফেল চৌধুরী, বিপ্লব বড়ুয়া, ইকবাল হোসেন অপু, আনোয়ার হোসেন, এ বি এম রিয়াজুল কবির কাওছার, পারভীন জামান কল্পনা, মেরিনা জাহান প্রমুখ।