আগামী নির্বাচনে শেখ হাসিনা হ্যাট্রিক করবে-স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী

এস,এম মনির হোসেন জীবন : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, শেখ হাসিনা সরকার হল জনগনের সরকার। মমতাময়ী প্রধানমন্ত্রী হলেন জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা দেশরতœ শেখ হাসিনা। আমরা যা বলি তাই করি। সংবিধান অনুযায়ী দেশে নির্বাচন অনুষ্ঠিত হলে আগামী নির্বাচনে নৌকার বিজয় হবে ইনশাআল্লাহ । নির্বাচনে শেখ হাসিনা হ্যাট্রিক করবে ।
আজ শনিবার দুপুরে রাজধানীর উত্তরার ৬ নম্বর সেক্টরে ঈশাখা এভিনিউ সড়কে অবস্থিত কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারী হাসপাতাল পরিদর্শন,আলোচনা সভা ও মতবিনিময় অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের উদ্যোগে এই মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামীলীগের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য,সাবেক স্বরাষ্ট্র, ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী আ্যাডভোকেট সাহারা খাতুন (এমপি)। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারী হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার আমিনুল ইসলাম, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মো: হাবিবুর রহমান খান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ,উত্তরা ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আলহাজ মো: আফসার উদ্দিন খান,ঢাকা মহানগর উত্তর আওয়াশীলীগের সহসভাপতি মো: খন্দকার রফিকুর রহমান সহ স্বাস্থ্য মন্ত্রণালয় ঊর্দ্ধতন কর্মকর্তাগণ এবং আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলালীগের নেতাকর্মী, ডাক্তার, নার্সরা এসময় উপস্থিত ছিলেন।
বিএনপি’র মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে ১৪ দলের মূখপত্র মোহাম্মদ নাসিম বলেন, বিএনপি হল মিথ্যাবাদী দল। তারা কথায় কথায় শুধু মিথ্যা কথা বলে। মিথ্যা বলা তাদের অভ্যাস। তারা মিথ্যা কথা বলে জনগনকে বিভিন্ন ভাবে বিভ্রান্তি করার চেষ্টা করছে।
তিনি আর ও বলেন, বিএনপি হল চক্রান্তকারী দল। বিএনপি-জামাত গভীর ভাবে চক্রান্ত করে ক্ষমতায় এসেছিল। তারা আবার ক্ষমতায় আসা ও দখলের জন্য চক্রান্ত শুরু করেছিল। আমরা তাদের চক্রান্ত বন্ধ করে দিয়েছি। তাদের মনের আশা পুরণ হয়নি।
বিএনপিকে ইঙ্গিত করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন,বিএনপি-জামাতের হরতাল হল রাজাকারী হরতাল। হরতাল হলেও সেটি বাংলার জনগন তা সমর্থন করেনি। অজুহাত দিয়ে কোন লাভ হবেনা। সংবিধান অনুযায়ী দেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী নির্বাচনে নৌকার বিজয় হবে ইনশাআল্লাহ । শেখ হাসিনা হ্যাট্রিক করবে ।
১৪ দলের মূখপাত্র মোহাম্মদ নাসিম বলেন,পিছনের দরজা দিয়ে আওয়ামীলীগ ক্ষমতায় আসেনি। যদি সাহস থাকে তাহলে নির্বাচনে আসুন। সেখানে তার প্রমান হবে ইনশাআল্লাহ।
প্রধান বিচার প্রতি এসকে সিনহা বিদেশ গমন উল্লেখ করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, প্রধান বিচার প্রতি রাষ্ট্রপতির কাছ থেকে নিজেই ছুটি নিয়ে বিদেশ গেছেন। এখানে কারো কোন হস্তক্ষেপ নেই। উনি নিজেই তা স্বীকার করেছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মমতাময়ী উল্লেখ করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, তার সরকারের শাসনামলে সারা বাংলাদেশে প্রায় ১৪ হাজার কমিউনিটি হাসপাতাল চালু করা হয়েছে। সেখানে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হচেছ। মাত্র ১০টাকার টিকিট কিনে রোগীরা সেখানে সেবা পাচেছন।
মোহাম্মদ নাসিম আর ও বলেন, কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারী হাসপাতালে অরিচরেই ডাক্তার ও নার্স (জনবল) নিয়োগ করা হবে। আগামী ৩ মাসের মধ্যে কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারী হাসপাতালকে পূনাঙ্গ রূপে ইনডোরও আউটডোর চালু করা হবে। সেই লক্ষ্যকে সামনে রেখে কাজ করছে বর্তমান সরকার। প্রতিদিন প্রায় ২ হাজার রোগী দূর-দূরান্ত থেকে উত্তরায় সরকারী হাসপাতালে এসে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ নিচেছন। রাজধানীর আমরা অনেকগুলো সরকারী হাসপাতাল চালু করেছি।
তিনি আরও বলেন,বিএনপি-জামাত শাসনামলে এই হাসপাতালকে নিয়ে অনেক চক্রান্ত হয়েছিল। আইনি লড়াইয়ের মাধ্যমে ২০১৫ সালে আমরা সেটি ফিরে পেয়েছি। ৯৬ সালে আওয়ামীলীগ অত্র হাসপাতালটি চালু করেছিল। চলতি বছরের ১লা জুলাই হাসপাতালটি শুভ উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম।
১৪ দলের মূখপাত্র মোহাম্মদ নাসিম বলেন,বিশ্বের সকল মুসলিম দেশ সোচ্চার হলে মিয়ানমার তার নাগরিকদের ফিরিয়ে নিতে বাধ্য হবে। ইতোমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ পদক্ষেপ জাতিসংঘ এবং বিভিন্ন প্রভাবশালী দেশ মিয়ানমারকে চাপ দিতে শুরু করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবতা দেখিয়ে তাদের অস্থায়ীভাবে আশ্রয় দিয়ে খাদ্য ও স্বাস্থ্যসেবা দিচ্ছেন।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মো: হাবিবুর রহমান খান বলেন, ৩ মাস পূর্বে কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারী হাসপাতাল দৈনিক রোগীর সংখ্যা ছিল ১৫০জন। বর্তমানে হাসপাতালে প্রতিদিন রোগীর সংখ্যা প্রায় ২হাজার এসে দাঁড়িয়েছে।
তিনি আরও বলেন,অচিরেই হাসপাতালের ইনডোর চালু করা হবে। আউটডোরও ইনডোরে রোগীরা সেবা পাবেন। আগামী ২ থেকে ৩ মাসের মধ্যে হাসপাতালে ১০০ বেড চালু করা হবে। সেই সাথে খুব শিগগিরই মেডিক্যাল কলেজও চালু করা হবে।
কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারী হাসপাতাল পরিচালনা কমিটির সভাপতি ও আওয়ামীলীগের প্রেসিডিয়ামের সদস্য আ্যাডভোকেট সাহারা খাতুন (এমপি) বলেন, হাসপাতালের ইনডোর ও আউটডোর খুব দ্রæত চালু করা হবে। তবে, হাসপাতালের প্রয়োজনের চেয়ে ডাক্তার ও নার্সদের সংখ্যা তুলনামূলক ভাবে কম। তাদের সংখ্যা বাড়াতে হবে।
মতবিনিময় ও আলোচনা সভা শেষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম উত্তরার কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারী হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন।